শিরোনাম
সেলিম ওসমানের সংবধর্ণায় যুবলীগ নেতা খান মাসুদের বিশাল শোডাউন
বন্দর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি বীরমুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমানের সংবধর্ণা অনুষ্ঠানে বিশাল মিছিল নিয়ে যোগদান করেছে জেলা যুবলীগ নেতা খান মাসুদ। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল বন্দর ১নং খেয়াঘাট থেকে শতশত নেতাকর্মী নানা প্রকার বাদযন্ত্র রংবেরং এর ব্যানার ফেস্টুন নিগেুরুত্বপূর্ন বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে বন্দরে সমরক্ষেত্র সংবধর্ণাস্থলে যোগদেন তিনি।
ওই সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা টিটু, আলিম, মহসিন, নাজমুল, অপু, মিঠু, শামীম, সাইফুল, আসলাম, অপু, ছোট রাহিম, ছোট মিঠু, রহিম, রনী, ইব্রাহিম, আবুল, কৃষ্ণ ও লিখন প্রমুখ। #