সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন জখম
বন্দর প্রতিবেদকঃ বন্দরে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় শাহ সিমেন্ট ফ্যাক্টরী শ্রমিক শাওন (২২) জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এ ঘটনায় আহত শ্রমিক বাদী হয়ে গত বুধবার (১৫ নভেম্বর) দুপুরে বখাটে সিরাজলসহ আরো অজ্ঞাত নামা ২/৩ জনকে আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।
এর আগে গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্ধস্থ প্রেমতলা তিন রাস্তারমোড়ে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত শ্রমিক শাওন উল্লেখিত এলাকার শহিদুল ইসলামের ছেলে। অভিযোগ সূত্রে জানাগেছে, শাওন দীর্ঘ দিন ধরে শাহ সিমেন্ট ফ্যাক্টরীতে শ্রমিকের কাজ করে আসছে। এ সুবাদে শাওন তার সহকর্মীদের সাথে কোন বিষয়ে কথা বললে বখাটে সিরাজল বিনা কারনে শাওনকে অকথ্য ভাষায় গালাগালি করে থাকে।
শাওন যাদের সাথে কথা বলে এবং কাজ করে বখাটে সিরাজলের তাদের বিভিন্ন সময়ে কথা কাটাকাটি হয়। শাওনের কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বললে ওই সময় বদমেজাজী সিরাজল শাওনকে মারধর করে আসছিল। এর ধারাবাহিকতায় গত মঙ্গলবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বাড়ি সামনে শাওন কাজের প্রয়োজনে তার সহকর্মীদের সাথে কথা বলার সময় বখাটে ও বদমেজাজী সিরাজুলসহ অজ্ঞাত নামা ২/৩জন সন্ত্রাসী ক্ষিপ্ত হয়ে শাওনের উপর অতর্কিত হামলায় চালায়। ওই সময় হামলাকারি বখাটে সিরাজল মিয়া শাওনকে এলাপাথারী ভাবে মারপিট করে নিলাফুল জখমসহ চায়ের কেটরী দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করেন। #