ফতুল্লায় পুলিশ সোর্স সোহেল বেপরোয়া
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ফতুল্লায় পুলিশের সোর্স পরিচয়ে বেপরোয়া ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল। যার অত্যাচারে অতিষ্ঠ ফতুল্লাবাসী। ফর্মা সোহেলের বিরুদ্ধে মারামারি, পুলিশের উপর হামলা ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।
সোহেল ফতুল্লার ভুইগড় কড়ইতলা এলাকার আলমগীর মাহমুদ ওরফে নেতা আলমগীরের ছেলে।
পুলিশ ও ডিবির সোর্স পরিচয় দানকারী ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল প্রথমে এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি করত। গত ২০২২ সালের ৬ জুলাই ফতুল্লায় ভুইগড় মানিক চাঁন হাটে গরু নামানোর সময় বেপারীদের মারধর করে। এ সময় বেপারীরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে পুলিশের সহায়তা চায়। ঘটনাস্থলে ফতুল্লা মডেল থানা পুলিশ পৌঁছালে সেখানে ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল সহ আরও লোকজন পুলিশের ওপর হামলা করে। এতে ফতুল্লা পুলিশের এসআই মিজানুর রহমানসহ ৬ পুলিশ আহত হন। এ ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ গিয়ে এসআই মিজানুর রহমানকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল সহ ৩ জনকে গ্রেপ্তার করেন।
নানা অভিযোগে অভিযুক্ত ভুইগড় কড়ইতলা এলাকার ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশ ও ডিবির সোর্স পরিচয় বহন করে নানা অপকর্ম করে দাবড়িয়ে বেড়াচ্ছে সর্বত্র। সোর্স পরিচয়ে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে ফর্মা সোহেল। অপরাধীদের গ্রেফতার করতে পুলিশকে সহায়তা করার কথা থাকলেও ফর্মা সোহেল অপরাধীদের হয়ে কাজ করে বলে জানায় একাধিক সূত্র।
একাধিক সূত্র মতে, নিকট অতীতে মাদক ব্যবসা, বø্যাকমেইলিং ও ছিনতাইকাজে জড়িত ছিল। তবে এখন পুলিশের সঙ্গে সখ্যতার সুযোগে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। ভুইগড় কড়ইতলা এলাকায় রয়েছে তার নিজস্ব মাদক স্পট। সূত্রটির দাবী ছিনতাই ও মাদক ব্যবসাসহ এমন কোনো অপরাধ নেই, যা সে নিয়ন্ত্রণ করছে না।
ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশের সোর্স এই পরিচয় ব্যবহার করে দেলপাড়া, ভুইগড়, কাজীবাড়ি, মাহমুদপুর, রঘুনাথপুর, মিতালী মার্কেট, পশ্চিম দেলপাড়া ও পূর্ব দেলপাড়া সহ বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত বখরা আদায় করেন বলে জানা যায়।
ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেল পুলিশের নাম ভাঙ্গিয়ে এই অপকর্মগুলো করে যাচ্ছে দীর্ঘদিন ধরে। ফর্মা সোহেল মাদক ব্যবসায়ীদের ধরার পর বেচাকেনা, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে বখরা আদায় সহ কোন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনার আগেই তাকে বখরা দেওয়া মাদক ব্যবসায়ীদের কাছে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করে দেয় বলে জানা গেছে। এছাড়া ফতুল্লার কুতুবপুরের বিভিন্ন এলাকার নিরীহ মানুষকে ফাঁসিয়ে বিভিন্নভাবে অর্থ আত্মসাৎ করছে ফর্মা সোহেল।
ভাতিজা সোহেল ওরফে ফর্মা সোহেলের এহেন কর্মকান্ডের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পুলিশ সুপার সহ আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে তাকে আইনের আওতায় এনে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে ফতুল্লাবাসী।#