বন্দরে ১৫তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে বিশ্বনবী (সাঃ) মাদ্রাসার সাবেক ছাত্রবৃন্দ, ঘারমোড়া এলাকাবাসী, যুবসমাজ ও এইচ টু এইচ ফাউন্ডেশন এর উদ্যাগে ১৫তম তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বাদ আছর বন্দর উপজেলার ঘারমোড়া ঈদগাহ মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব দেলোয়ার হোসেন প্রধান।
ঘারমোড়া এলাকার সমাজ সেবক হাজী নাজিম উদ্দিনের সভাপতিত্ব ওয়াজ মাহফিলে উপস্থিত ছিলেন বিশ্বনবী (সাঃ) ইসলামিয়া সিনিয়র মাদ্রসা পরিচালনা কমিটি সভাপতি সরদার মোঃ আবু তালেব, ঘারমোড়া এলাকার সমাজ সেবক জসিম উদ্দিন জসু, বন্দর প্রেসক্লাবের প্রবীন সাংবাদিক জি, এম, মজনু ও সমাজ সেবক হুমায়ন কবির এলিন প্রমুখ। তাফসীরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ওয়াজ বয়ান করেন মুফতী ড. সাইয়্যেদ মুহাম্মাদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। কোরআন তেলওয়াত করেন মাওলানা ওবায়েদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৌনপুরী। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা মো: জাহাঙ্গীর আলম, হযরত মাওলানা মুফতি মোঃ নাঈমুর রহমান হোসাইনী ও মুফতি মুহাম্মদ সাওবান সাকিব।
তাফসীরুল কোরআন মাহফিলে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রমিজ উদ্দিন বুলেট, সাদ্দাম মোল্লা, খোকন, দ্বীন ইসলাম, নিজাম, মেহেদী, আবু সাঈদ সেলিম, মেজবাহ, আল আমিন, সাাদাত, ইমরান, সৈয়দ, জামান, রফিকুল ইসলাম, কুতুব উদ্দিন, নূর মমিন, মনির, আসাদ, মাকসুদ, হারিছ উদ্দিন ও রাজিব মাষ্টার প্রমুখ।###