শিরোনাম
ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু হয়েছে।
শিশুদের ১১৪টি চিত্রকর্ম নিয়ে চারদিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করেছে ‘ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালা’। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ ফুলপাখি পাঠশালা প্রাঙ্গনে প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন শিল্পী রণজিৎ দাস।
উদ্বোধক রণজিৎ দাস বলেন, ‘আমরা প্রকৃতভাবে সবাই শিল্পী। তবে কেউ কেউ ছবি আঁকে কেউ-বা ছবিকে ভালোবাসে। জীবনকে ভালোবাসি, নিজেকে ভালোবাসি। এই অস্থির সময় সারাবিশ্বে সুস্থ দেহ এবং সুস্থ মানসিকতা নিয়ে বাঁচার জন্য শিল্প সংস্কৃতির চর্চা অনিবার্য।
তাই আপনারা সন্তানদেরকে মোবাইল ফোন থেকে দূরে রাখবেন, এবং তাদেরকে কো-কারিকুলামের প্রতি দৃষ্টি রাখবেন।’
ফুলপাখি সাংস্কৃতিক পাঠশালার পরিচালক জাহিদ হৃদয় বলেন, ‘অস্থির সময়ে ধূসর পর্দা সরিয়ে শিশুদের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে চাই। #