শিরোনাম
নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের বার্ষিক সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। ২৮ ডিসেম্বর রাজধানীতে নিউ ঢাকা ইন রিসোর্টে আড়ম্বরপূর্ণ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সভায় ২০২৫-২০২৬ সনের জন্য সন্মানিত সচিব জনাব মোঃ নাজমুল আহসান সভাপতি ও ড. ইকবাল কবির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। উল্লেখ্য যে, ২০২০ থেক দুই মেয়াদে এই ফোরামের সভাপতি হিসেবে বর্তমান নির্বাচন কমিশনার জনাব মোঃ আনোয়ারুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক হিসেবে লায়ন ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব দায়িত্ব পালন করেছেন।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের চিফ এডভাইজার আব্দুল বাছিত খান, ভারপ্রাপ্ত সভাপতি শেখ বিল্লাল হুসাইন, অতিরিক্ত সচিব খালেদা আক্তার,
বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, ডা. মোঃ জাহাঙ্গীর আলম, যুগ্ম সচিব রোকেয়া খাতুন, ডা. মোঃ আসলাম, নারায়ণগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ, তোলারাম কলেজের উপাধ্যক্ষ এবং আরো কয়েকজন অতিরিক্ত ও যুগ্ম সচিবসহ প্রায় তিনশত কর্মকর্তা ও তাঁদের পরিবারের সদস্যরা।
এ অনুষ্ঠানে যাঁরা ফোরামের এজিএম ও পিকনিক সফল করতে বিভিন্নভাবে সহায়তা করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সংগঠনের কর্মকর্তারা। #