শিরোনাম
বন্দরে ভূমিকম্পন সহনীয় টিএমপি বার শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত
বন্দর প্রতিনেদকঃ নারায়ণগঞ্জ বন্দরে আবুল খায়ের ষ্টীল এর সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষে ইলেক্ট্রিক আর্ক ফার্নেস পরিশোধিত ভূমিকম্পন সহনীয় টিএমপি বার শীর্ষক একটি কনফারেন্স আযোজন করে। ২ নম্বেবর (বুধবার) বন্দর রয়েল কমিউনিটি সেন্টারে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। কনফারেন্স অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর, সোনারগাঁও ও গজারিয়া এলাকা থেকে ১৯০ জন রড মিস্ত্রী ও কন্ট্রাক্টর। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, কম্পানির কৌয়ালিটি কন্ট্রোল ম্যানেজার, ব্রান্ড ম্যানেজার, রিজিওনাল ম্যানেজার, এরিয়া ম্যানেজার, এবং এক্সিকিউটিভ অফিসার। #