নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   মহানগর   ডেঙ্গু প্রতিরোধে আবু জাফর আহমেদ বাবুলের ব্যতিক্রম উদ্যোগ
উদ্যোগ / ডেঙ্গু প্রতিরোধে আবু জাফর আহমেদ বাবুলের ব্যতিক্রম উদ্যোগ
  মহানগর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সম্প্রতি বাংলাদেশের অধিকাংশ জেলায় ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগে আক্রান্ত হয়ে বহু মানুষের প্রাণহানি হয়েছে এবং অনেকেই যথাযথ নিয়মে চিকিৎসা সেবা গ্রহণে সুস্থ হয়ে উঠেছেন।

অনুরূপ এ গুরুত্বর সমস্যা থেকে পিছিয়ে নেই প্রাচ্যের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। বহুপ্রাচীন ব্যবসা বানিজ্যের গুরুত্বপূর্ণ শহর নারায়ণগঞ্জ। কল কারখানা শিল্পনগরীকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষ বসবাস করেন এই শহরে। লক্ষ মানুষের জন্য ব্যতিক্রম সেবার ব্যবস্থা গ্রহণ করেছেন বিশিষ্ট শিল্পপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল। তার পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে এডিস মশা নিধনের জন্য ফগার মেশিন সরবরাহ করা হয়েছে। স্বেচ্ছাসেবী কর্মীরা এলাকায় এলাকায় মশা নিধনে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।যা রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে এখন সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

জানাযায়, ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুল এ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করছেন। জনপ্রতিনিধি না হয়েও সাধারণ মানুষের সেবায় সেবামূলক কার্যক্রমের মাধ্যমে তিনি এখন বহু জনপ্রিয়।

নারায়ণগঞ্জ-৫ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে যোগ্য প্রার্থী হিসেবে মানুষের দূর্ভোগ স্বচক্ষে দেখে শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল প্রতিটি পাড়া মহল্লায় ধাপে ধাপে এই মশা নিধন কর্মসূচির ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করছেন। তার এই ব্যতিক্রম উদ্যোগ নগরবাসীর জন্য সামান্য হলেও আশীর্বাদ স্বরূপ মনে করছেন সাধারণ জনগণ।

প্রাইম গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান “প্রাইম ওয়াশিং প্লান্ট এর ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট সমাজসেবক জহির আহমেদ সোহেল গণমাধ্যমে জানান, ডেঙ্গু প্রতিরোধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মিশনপাড়া পঞ্চায়েত পরিষদের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আবু জাফর আহমেদ বাবুল ভাই আমাদের নেতা কর্মী সমর্থকদের দিয়ে নারায়ণগঞ্জ-৫ আসনের প্রায় প্রতিটি এলাকায় মশা নিধন কর্মসূচির উদ্যোগ হাতে নিয়েছেন। এর আগে সম্প্রতি শেষ হওয়া শারদীয় দুর্গাপূজায় নারায়ণগঞ্জ শহরের চাষাড়াস্থ ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মিশন আশ্রম মন্দির প্রাঙ্গণে কুমারী পূজায় আগত দর্শনার্থীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেন। কুমারী পূজা উৎযাপন উপলক্ষে দিন সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত চাষাড়া থেকে মিশনপাড়া সড়কের যানজট নিরসনে বিশিষ্ট শিল্পপতি প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল’র পক্ষে বিএনপির একদল নেতাকর্মী সমর্থকরা ভলান্টিয়ারের দায়িত্ব সুশৃঙ্খল ভাবে পালন করেন। এরূপ শত শত মানুষের সেবামূলক কার্যক্রমে তিনি সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছেন। মশা নিধন কার্যক্রম পরিচালনাকারী তাহসিন মাহমুদ রকি জানায়, গতসপ্তাহ থেকে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া, ডন চেম্বার, মিশনপাড়া, ব্যাংক কলোনি, খানপুর, তল্লা, হাজীগঞ্জ, আমলাপাড়া, ইসদাইর ইত্যাদি এলাকায় চলমান এই কর্মসূচির আওতায় মশা নিধনে ফগার মেশিন দিয়ে স্প্রে করা হয়েছে। যতদিন পর্যন্ত এ সমস্যা শেষ না হবে মশা নিধন কার্যক্রম ততদিন অবধি চলবে।#

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...