শিরোনাম
সাংবাদিক মাসুদের বাড়িতে পুলিশের হয়রানি | নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের বহুল প্রচারিত দৈনিক সোজা সাপটার প্রকাশক ও সম্পাদক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান কার্যকারী পরিষদের কোষাধ্যক্ষ আবু সাউদ মাসুদের বাড়িতে পুলিশের হয়রানির প্রতিবাদে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সকল সদস্য তীব্র নিন্দা প্রকাশ করেছেন। শুক্রবার (৯ ডিসেম্বর) নারায়ণগঞ্জ প্রেসক্লাব থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সকল সদস্য বলেন, জনাব আবু সাউদ মাসুদ নারায়ণগঞ্জের একজন সনামধন্য সাংবাদিক। শুক্রবার মধ্যরাতে তার বাড়িতে কোন কারন ছাড়াই সাদা পোশাকে পুলিশ হয়রানি করে এবং আবু সাউদ মাসুদ কোথায় আছে জানতে চায় ।
এছাড়াও আবু সাউদ মাসুদ সম্পাদিক দৈনিক সোজা সাপটার নারায়ণগঞ্জের একটি বহুল প্রচারিত দৈনিক। সাম্প্রতিক সময়ে এ রকম একটি জনপ্রিয় ও বহুল প্রচারিত সংবাদপত্রের ডিক্লারেশন বাতিল হটকারী সিদ্ধান্তের সামিল।
আমরা মনে করি, এই পত্রিকার ডিক্লারেশন বাতিলের ফলে সাংবাদিকতার নীতিমালা ক্ষুন্ন করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। #