শিরোনাম
বন্দি জীবন থেকে মুক্ত ১৫ পাখি
পটুয়াখালীর কলাপাড়ায় পাখি শিকারিদের কাছ থেকে ১৫টি তিলা ঘুঘু উদ্ধার করে অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।বুধবার (৫ অক্টোবর) দুপুরে আমতলী উপজেলার পূজাখোলা গ্রাম থেকে খাঁচায় বন্দি অবস্থায় এসব ঘুঘু উদ্ধার করা হয়। পরে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম ও বনবিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।এনিমেল লাভারস অফ কলাপাড়ার সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঘুঘুগুলো উদ্ধার করা হয়। এসময় পাখি ধরার ফাঁদসহ দুই শিকারিকে আটক করা হয়। এনিমেল লাভারস অফ কলাপাড়ার টিম লিডার রাকায়েত আহসান বলেন, ‘এর আগেও, আমরা বেশকিছু বন্যপ্রাণী উদ্ধার করে বনে অবমুক্ত করেছি। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’