শিরোনাম
শিশু সহ অসহায় মানুষের মাঝে কোস্টগার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা, ঔষধ বিতরণ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ মহান বিজয় দিবস উপলক্ষে চিকিৎসায় সুবিধা বঞ্চিত মানুষের সেবায় নারায়ণগঞ্জে বাংলাদেশ কোস্টগার্ড ঢাকা জোনের উদ্যোগে শিশু থেকে নানা বয়সের কর্মহীন ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত ফতুল্লার কাশিপুর হাটখোলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে চিকিৎসা সেবা দেন বাংলাদেশ কোস্টগার্ডের সদস্যরা। এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের সিনিয়র মেডিকেল অফিসার সার্জন লেফটেন্যান্ট জেসমিন আক্তার, এএমসি মেডিকেল অফিসার লেফটেন্যান্ট শাইখ রিজভী খাঁন সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। #