নারায়ণগঞ্জ  শুক্রবার | ১৬ই মে, ২০২৫ | ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ গ্রীষ্মকাল | ১৭ই জিলকদ, ১৪৪৬

শিরোনাম
  |   সাংবাদিক জিসান-মিথুনের মুক্তি দাবি রফিউর রাব্বির   |   বিকেএমইএ’র কার্যনির্বাহী সভাপতি হাতেম, ৭ সহ সভাপতি নির্বাচিত   |   মাদক বিক্রির টাকা ভাগভাটোয়ারা নিয়ে জিমখানায় যুবক হত্যা   |   আইভী ইস্যুতে মামলায় রিয়াদ সহ গ্রেফতার ৪   |   বিএনপি থেকে বিহিস্কৃত রিয়াদ মাহামুদ চৌধুরী বিমানবন্দরে আটক   |   আম কুড়াতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত    |   গভীর রাতে অযথা রাস্তায় ঘুরাফেরার অপরাধে ৩ যুবক আটক   |   বন্দরে বজ্রপাতে ৮ম শ্রেণী শিক্ষার্থী নিরবের মৃত্যু   |   অটোরিক্সা চালক জামান মিয়া হত্যা মামলায় তিন আসামীর ফাঁসি   |   বাড়িতে ফেরার পথে পোশাকক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণ   |   আজাদ রিফাত ক্রিকেট ফেস্টিভাল সিজন -১ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত   |   ৭১ টিভি সাংবাদিক রিয়াজের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ   |   আইভীকে গ্রেফতারের সময় বাঁধা প্রদান, হামলা মামলায় ৩ জন গ্রেফতার   |   জমি অধিগ্রহণের চেক প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা   |   লায়ন ডিস্ট্রিক্ট নির্বাচনে মনা, মহসিন, রানা নির্বাচিত    |   ইটভাটায় মাটি বিক্রি না করায় পুলিশের উপস্থিতিতে বৃদ্ধার ওপর হামলা   |   ভারত পাকিস্তান যুদ্ধ শুরু, চলছে পাল্টাপাল্টি হামলায়, হতাহত | ৫ বিমান ভূপাতিত   |   হকার জুবায়ের হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন   |   নাসির উদ্দিন পিন্টুর ১০তম মৃত্যু বার্ষিকীতে মহানগর বিএনপির স্মরণ সভা   |   চেকপোস্টে তল্লাশী করে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র সহ দুজন গ্রেফতার
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  ৩১ জানুয়ারী মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা আন্তরজাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। নারায়নগঞ্জের রূপগঞ্জের পূরবাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে বসেছিল এবারের আসর। মেলার শেষ দিনেও ছিল ক্রেতা দরশনারথীদের উপচে পড়া ভীড়। শেষ মুহুরতে ষ্টল ও প্যাভিলিয়নগুলোতে বিশেষ ছাড় দেয়ায় বেচাকেনাও ছিল জমজমাট। এ দিন বিকালে মেলার সমাপনি অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব¯্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রনালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৩১ টি প্যাভিলিয়ন, ষ্টল ও রেষ্টুরেন্ট রয়েছে যা গত বছরের তুলনায় শতকরা ৪০% বেশী। মেলায় ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড ও নেপাল এর মোট ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন ধরনের ব¯্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিক্স এ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল ্এ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য স্পোরটস গুডস, স্যানিটারিওয়ার, খেলনা, স্টেশনারী, ক্রোকারিজ, প্লাষ্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারী, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফারনিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদরশিত হয়েছে। এবারও মেলায় নিরমাণ করা হয় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ-সোনার বাংলা বিণিরমাণে তারঁ অবদান ও ভাবনা ইত্যাদিকে সকলের নিকট বিশেষকওে নতুন প্রজন্মেও নিকট তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবন ও করমভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদরশন ছাড়াও বঙ্গবন্ধু সম্পরকিত পুস্তকাদি এবং তার জীবন ও করমভিত্তিক ডকুমেন্টারী প্রদরশনের ব্যবস্থা করা হয়েছিল।রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও জানায়, এবারের বাণিজ্য মেলায় আনুমানিক প্রায় ৩০.৩৮ মিলিয়ন মারকিন ডলার (৩০০ কোটি টাকা) এর রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা গতবার ছিল ১৬০ কোটি টাকা। এছাড়া মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা গত বার ছিল ৪০ কোটি টাকা।এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলাতে ক্রেতা-দরশনারথীদের উপস্থিতি অনুসারে মেলা আয়োজন সফল হয়েছে। বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু হিসাবে এ সেন্টারটি ক্রেতা দরশনারথীপ্রিয় হয়েছে, ব্যবসাও ভাল হয়েছে। আগামিতে এ মেলা আরও আকষনীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!