নারায়ণগঞ্জ  রবিবার | ১৬ই নভেম্বর, ২০২৫ | ১লা অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৭

শিরোনাম
  |   প্রীতি ফুটবল ম্যাচে সোনালী সকাল ক্রীড়া ও সেবা সংঘের জয়   |   বিশ্ব ডায়াসেটিক দিবসে সচেতনতা র‍্যালী, বিনামূল্যে স্বাস্থ্য সেবা আলোচনা সভা    |   জনগণ আ’লীগের ডাকা লকডাউনে সামান্য পরিমাণও সাড়া দেয়নি – এ্যাডঃ সাখাওয়াত   |   মসজিদ আল্লাহর ঘরে আইনজীবী, বিচারপ্রার্থী সবাই ইবাদত করবেন – এড. আনোয়ার   |   লকডাউনে নাশকতা এড়াতে র‌্যাবের চেকপোস্ট ও টহল কঠোর নজরদারি   |   লকডাউনের বিরুদ্ধে যুবদল নেতা রিয়াদ ও সাইফুলের অবস্থান কর্মসূচি পালন   |   আওয়ামীলীগের লকডাউন ঠেকাতে মহানগর বিএনপির বিক্ষোভ মিছিল   |   ৪ আসনে মোহাম্মদ আলীকে এমপি প্রার্থী’র মনোনয়ন চাইলেন তৃনমূল মুক্তিযোদ্ধারা    |   বন্দরে দেশের বিশ্বস্ত ও স্বীকৃত সেফটি ট্রেনিং প্রতিষ্ঠানের শুভ উদ্ধোধন    |   দলের সিদ্ধান্তই আমাদের একমাত্র পথনির্দেশনা – মাসুদুজ্জামান মাসুদ   |   ১৩ নভেম্বর গণহত্যার রায়ে লকডাউন আহ্বানের বিরুদ্ধে টিপু’র বিশাল মিছিল   |   বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ শাহ আলমের গণসংযোগে ব্যাপক সাড়া   |   জুলাই আন্দোলনে শহীদের শিশু সন্তানের হাতে দিয়ে নমিনেশন সংগ্রহ জাবেদ আলম   |   উদাসীনতায় বন্দর ২০নং ওয়ার্ডের ১০০ফিট সড়কে ময়লা-আবর্জণার স্তূপ    |   মাদক মামলায় এজ যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ   |   মা ও শিশু কল্যান কেন্দ্রে ডিসির মাতৃস্বাস্থ্য নিশ্চিতকরণে কার্যকর উদ্যোগ   |   বিডিএস জরিপে ব্যক্তিগত সম্পত্তি রাস্তা হিসেবে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে মানববন্ধন   |   মাসুদুজ্জামানের পক্ষে ধানের শীষ প্রতীক নিয়ে মানুষের বাড়ি বাড়ি হাজির হবেন – সেন্টু   |   শহীদ জিয়া শুধু রণাঙ্গনে যুদ্ধ করেননি দেশের ক্রান্তিকালে হাল ধরেছেন – মুহাম্মদ গিয়াসউদ্দিন   |   পীরজাদা মারুফ সিরাজ শাহর জন্মদিন উপলক্ষে ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
 প্রচ্ছদ   বিশেষ সংবাদ   পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
পরদা নামল বাণিজ্য মেলার | পণ্য বিক্রি ১০০ কোটি ও রপ্তানী আদেশ ৩০০ কোটি টাকার
  বিশেষ সংবাদ || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০২৩

নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ  ৩১ জানুয়ারী মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা আন্তরজাতিক বাণিজ্য মেলার ২৭তম আসর। নারায়নগঞ্জের রূপগঞ্জের পূরবাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টারে বসেছিল এবারের আসর। মেলার শেষ দিনেও ছিল ক্রেতা দরশনারথীদের উপচে পড়া ভীড়। শেষ মুহুরতে ষ্টল ও প্যাভিলিয়নগুলোতে বিশেষ ছাড় দেয়ায় বেচাকেনাও ছিল জমজমাট। এ দিন বিকালে মেলার সমাপনি অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব¯্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনসি ও এফবিসিসিআই এর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আহমেদ বাবু। সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রনালয়ের জ্যৈষ্ঠ অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান। রপ্তানি উন্নয়ন ব্যুরো জানায়, এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির মোট ৩৩১ টি প্যাভিলিয়ন, ষ্টল ও রেষ্টুরেন্ট রয়েছে যা গত বছরের তুলনায় শতকরা ৪০% বেশী। মেলায় ভারত, হংকং, তুরস্ক, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কোরিয়া, পাকিস্থান, থাইল্যান্ড ও নেপাল এর মোট ১৭টি প্রতিষ্ঠান অংশ নেয়। বিভিন্ন ধরনের ব¯্র, মেশিনারিজ, কারপেট, কসমেটিক্স এ্যান্ড বিউটি এইডস, ইলেকট্রিক্যাল ্এ্যান্ড ইলেকট্রনিক্স, পাট ও পাটজাত পণ্য, গৃহ সামগ্রী, চামড়া ও জুতাসহ চামড়াজাত পণ্য স্পোরটস গুডস, স্যানিটারিওয়ার, খেলনা, স্টেশনারী, ক্রোকারিজ, প্লাষ্টিক, মেলামাইন পলিমার, হারবাল ও টয়লেট্রিজ, ইমিটেশন জুয়েলারী, প্রক্রিয়াজাত খাদ্য, ফাস্টফুড, হস্তশিল্পজাত পণ্য, হোম ডেকর, ফারনিচার ইত্যাদি পণ্য মেলায় প্রদরশিত হয়েছে। এবারও মেলায় নিরমাণ করা হয় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন। এ প্যাভিলিয়নের মাধ্যমে বঙ্গবন্ধুর জীবন, স্বাধীনতা সংগ্রাম, উন্নত শিল্প সমৃদ্ধ-সোনার বাংলা বিণিরমাণে তারঁ অবদান ও ভাবনা ইত্যাদিকে সকলের নিকট বিশেষকওে নতুন প্রজন্মেও নিকট তুলে ধরার প্রয়াস নেয়া হয়েছে। প্যাভিলিয়নে বঙ্গবন্ধুর জীবন ও করমভিত্তিক বিভিন্ন আলোকচিত্র প্রদরশন ছাড়াও বঙ্গবন্ধু সম্পরকিত পুস্তকাদি এবং তার জীবন ও করমভিত্তিক ডকুমেন্টারী প্রদরশনের ব্যবস্থা করা হয়েছিল।রপ্তানি উন্নয়ন ব্যুরো আরও জানায়, এবারের বাণিজ্য মেলায় আনুমানিক প্রায় ৩০.৩৮ মিলিয়ন মারকিন ডলার (৩০০ কোটি টাকা) এর রপ্তানি আদেশ পাওয়া গেছে, যা গতবার ছিল ১৬০ কোটি টাকা। এছাড়া মেলায় প্রায় ১০০ কোটি টাকার পণ্য বিক্রি হয়েছে, যা গত বার ছিল ৪০ কোটি টাকা।এ ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সচিব ও বাণিজ্য মেলার পরিচালক মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, মেলাতে ক্রেতা-দরশনারথীদের উপস্থিতি অনুসারে মেলা আয়োজন সফল হয়েছে। বাণিজ্য মেলার স্থায়ী ভেন্যু হিসাবে এ সেন্টারটি ক্রেতা দরশনারথীপ্রিয় হয়েছে, ব্যবসাও ভাল হয়েছে। আগামিতে এ মেলা আরও আকষনীয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয় হবে। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...