সংবাদ প্রকাশের পর সাইনবোর্ড থেকে মুছে ফেলা হয়েছে RAB-10 এর নাম
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ রূপগঞ্জে Rab পরিচয়ে জমি দখলের চেষ্টা শিরোনামে পত্রিকায় সংবাদ প্রকাশের পর রাতের আঁধারে সাইন বোর্ড থেকে Rab ১০ এর নাম মুছে ফেলা হয়েছে। এর আগে খরিদ সূত্রে মালিক মো: ওবায়দুল হক লিমন অফিসার Rab ১০ নামে জমিতে সাইনবোর্ড লাগিয়ে দেয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ হয় এবং বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলে গত ২৪ ফেব্রুয়ারি রাতে Rab ১০ এর নাম মুছে ফেলা হয়। রূপগঞ্জ উপজেলার মুইরাব এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, মুইরাব এলাকার আ: মজিদ ভূইয়ার ছেলে সাইফুল ইসলাম পাড়াগাঁও মৌজার সোয়া আঠার শতাংশ জমি নন জুডিশিয়াল ষ্ট্যাম্পে খোলা বায়না সূত্রে জমিতে বাউন্ডারী নির্মান করে ভোগ দখল করে আসতেছে। পরে একই জমি খরিদ সূত্রে মালিক উল্লেখ করে ওবায়দুল হক লিমন অফিসার Rab -১০ নাম ব্যবহার করে সাইনবোর্ড টানিয়ে দেয়। পরে জমির কাগজপত্র যাচাই করে ওবায়দুল হক লিমনের নামে কোন দলিলপত্র পাওয়া যায়নি। এলাকাবাসি জানায় , ওবায়দুল হক লিমন Rab পরিচয়ে জমি দখল করতে চেয়েছিল।#