গার্মেন্টস খুলতে ভবন মালিকের বাঁধা
সিদ্ধিরগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আগুনে পুড়ে ছাই হওয়া ক্ষতিগ্রস্থ রপ্তানিমুখী গার্মেন্টস কারখানার তালা খুলতে ভবন মালিকের বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এস.এম এন্টারপ্রাইজ গার্মেন্টসের মালিকপক্ষ। আজ মঙ্গলবার (১৩ জুন) দুপুরে সিদ্ধিরগঞ্জের ফজর আলী গার্ডেন সিটির তৃতীয় তলায় সংবাদ সম্মেলনটি করে তারা। সংবাদ সম্মেলনে এস এম এন্টারপ্রাইজের এমডি মহিউদ্দিন ভুইঁয়া বলেন, সর্বশেষ ২০১৮ সালে ৫ বছরের চুক্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশস্থ ফজর আলী গার্ডেন সিটির ৫ম তলা ফ্লোরটি ১০ লাখ টাকার জামানতে এস.এম এন্টারপ্রাইজ নামক গার্মেন্টস কারখানা হিসেবে ভাড়া নেন তারা।
দীর্ঘদিন যাবত ২৫০’র অধিক শ্রমিকের কর্মস্থান হিসেবে বেশ পরিচিত এটি। সর্বশেষ ৮ জুন রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুন লাগে উক্ত কারখানাটিতে। ফায়ার সার্ভিসের দীর্ঘ ৬ ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হলেও ব্যাপক ক্ষয়-ক্ষতি হয় গার্মেন্টস মালিক পক্ষের। আগুনের ঘটনার পরেরদিন থেকে বিভিন্ন ব্যাংক এবং অন্যান্য কর্মকর্তারা ফ্যাক্টটির ভিজিটের জন্য আসলে তালাবদ্ধ থাকার কারণে প্রবেশ করতে ব্যর্থ হন তারা। এতে ক্ষয়-ক্ষতি পরিমাণও জানা সম্ভব হয়নি তাদের পক্ষে। পাশাপাশি গার্মেন্টস মালিকের পরিচ্ছন্ন কর্মীরাও কারখানায় পরিস্কারের জন্যে প্রবেশ করতে ব্যর্থ হচ্ছেন।
তিনি আরও বলেন, বিভিন্ন কর্মকর্তারা ভিজিটের জন্য আসার বিষয়ে ভবন মালিক চাঁন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি তালা খুলবে না বলে সাফ জানিয়ে দেন। তার সাথে যোগাযোগের পরিমাণ বাড়ানো হলে অভিযুক্ত চাঁন মিয়া তাদের সঙ্গে খারাপ আচরণ করতে থাকে। পরবর্তী কোনো প্রকার উপায় না পেয়ে আজ (১৩ জুন) সকালে এস.এম এন্টারপ্রাইজের চেয়ারম্যান সালাউদ্দিন ভুইঁয়া নিজে বাদী হয়ে ভবন মালিক মো: চাঁন মিয়া (৬৫) নামে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
এবিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি গোলাম মোস্তফা জানান, আগুনে পুড়ে যাওয়া গার্মেন্টস মালিকরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছে। আমরা এবিষয়ে তদন্ত করে আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব।এবিষয়ে ভবন মালিক চাঁন মিয়া বলেন, আমার সাথে তাদের দেনা পাওনা আছে তাই আমি তালা দিয়েছি। আমার দেনা পাওনা শেষ করে দিলে আমি তাদের তালা খুলে দিব। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, এস.এম এন্টারপ্রাইজ গার্মেন্টসের প্রোডাকশন ম্যানেজার মো: মাহবুব হক, জিএম আসাদুজ্জামান, মার্কেটিং অফিসার জাকারিয়া রহমান জজসহ গার্মেন্টস শ্রমিকরা। #