শিরোনাম
যুব সমাজকে মাদক মুক্ত আত্মনির্ভরশীল হতে করাতে প্রশিক্ষন জরুরী – উজ্জল
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ মহানগর যুবলীগের সাধারন সম্পাদক ও বঙ্গসাথী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আহাম্মদ আলী রেজা উজ্জল বলেছেন যুবসমাজকে মাদক থেকে মুক্ত থাকা সহ সুস্বাস্থ্য ও আত্মনির্ভরশীল হতে কারাতি প্রশিক্ষনের বিকল্প নেই। সমাজে এ ধরনের করাতে প্রশিক্ষন একাডেমী সমপ্রসার করা প্রয়োজন।
তাহলে আগামী নতুন প্রজন্ন আত্মনির্ভরশীল শক্তিশালী হয়ে গড়ে উঠনে। মাদকের করাল গ্রাস থেকে রক্ষা পাবে তরুন ও যুব সমাজ। শুক্রবার বিকেলে শহরে শেখ রাসেল পার্কে চারুকলা ইনস্টিটিউট প্রাঙ্গনে
আর.এন.আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমি বেল্ট প্রদান ও নতুন কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে
আহম্মদ আলী রেজা উজ্জল এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক জাতীয় ফুটবলার, মোঃ জাকির হোসেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, ফিলোসোফিয়া স্কুলের পরিচালক ইকবাল হোসেন শিপন সহ আর.এন.আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান প্রশিক্ষক নূর মোহাম্মদ।
এসময় করাতে প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মধ্যে প্রশিক্ষনে উন্নয়নের স্বীকৃতি সরূপ বিভিন্ন ক্যাটাগড়িতে বেল্ট প্রধান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দরা। পরে অনুষ্ঠানে আর.এন.আর গ্লাডিয়েটর নারায়ণগঞ্জ সিটি কারাতে একাডেমির নতুন কমিটি গঠন করা হয়। #