নির্বাচন নিরপেক্ষ হবেই ! নির্বাচনে যত ভয়; কি জানি কি হয় ! – মীর আব্দুল আলীম
কলাম / নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ জনবিচ্ছিন্ন এবং লুটপাট কমিশনখোড়, জুলুমবাজ তাদের ব্যাপারে দলের উচ্চ মহলের রিপোর্ট রয়েছে। তারা হয়তো আগত সংসদ নির্বাচনে নমিনেশন পাবেন না এমনটাই বলা হয়েছে সে খবর। এ খবর যদি বাস্তবে রূপ পায় তাহলে সুখবরই বলব দেশের জন্য। অনেক নেতা,এমপি, মন্ত্রী আছেন যাদের কারণে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। মানুষ তাদের মোটেও সহ্য করতে পারছে না। যারা সরকার দল করেন তারাও তাদের কারনে সরকারের সমালোচনা করছে এখন। তারা হয়তো আগামী
নির্বাচনে নিজের দলেরই বিরোধ করতে পারে। সন্ত্রাসী লালন করা, মাদক নিয়ন্ত্রন, খনিখারাবিই তাদের মুখ্য কাজ। সন্ত্রাসীদের ব্যবহার করে তারা ক্ষমতায় থাকে, অবৈধ অর্থ উপার্জন করে। এসব নেতাদের নমিনেশন না দেওয়াই খুব
বেশি প্রয়োজন হয়ে পড়েছে। এসব সংসদীয় এলাকাগুলোকে যদি এজাতীয় অসৎ নেতাদের
নমিনেশন না দিয়ে সৎ এবং ত্যাগীদের নমিনেশন দেওয়া হয় তাহলে সরকারের ভোট বাক্সে ভোট কিছুটা বেশি পড়বে এটা নিশ্চিত ভাবে বলা যায়।
এটাও সত্য দীর্ঘদিন ক্ষতির ক্ষমতায় থাকার পর জনগণ কিন্তু কিছুটা পরিবর্তন চায়। বিশেষ করে পরিবর্তন চায় নেতাকর্মীদের হাতে নিভৃতে হওয়ার কারণে, অসহায় বোধ
করার কারণে।
জনগণকে অসহায়ত্বের জায়গা থেকে তাদেরকে যদি সরিয়ে আনা যায় জনগণ উন্নয়নের কারনে হয়তো এই সরকারকে আবারও ভোট দিতে পারে। এজন্য
নমিনেশনটা নিরপেক্ষ এবং সঠিক লোককে দেওয়া জরুরি হয়ে পরেছে।
লেখক : মহাসচিব- কলামিস্ট ফোরাম অফ বাংলাদেশ,
newsstoremir@gmail.com