শিরোনাম
১৮ আগস্ট সমগীতের গানে-প্রাণে-৪২ তম আসর অনুষ্ঠিত হবে
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ সমগীত নারায়ণগঞ্জ শাখার আয়োজনে আগামী ১৮ আগস্ট গানে-প্রাণে-৪২ তম আসর অনুষ্ঠিত হবে।
শুক্রবার ১৮ আগস্ট বিকাল ৫টায় নারায়ণগঞ্জ আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলতায়তনের ৫ম তলায় সমগীত নারায়ণগঞ্জ শাখার গানে-প্রাণে-৪২ তম আসরে এবার গান গাইবেন–
# সমগীত, নারায়ণগঞ্জ
# সায়েম জয়
# বাংলাদেশ আন্ডার গ্রাউন্ড
# ইকবাল সুমন ও রুমানা আলম অঙ্কু
# বীথি ঘোষ
# আহমেদ বাবলু
আলোচনা পর্বে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়, শিল্পী অমল আকাশ,
সাংবাদিক, গবেষক ড. সায়দিয়া গুলরুখ ও সাংবাদিক গোলাম রাব্বানী শিমুল।
সংগঠনটি গানে-প্রাণে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন। #