আগামী ১০ সেপ্টেম্বর খাঁজা নাজমুল হাসান নক্সবন্দ আবুল ওলাইয়ের ওরশ মোবারক
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ আগামী ২৪ সফর ১০ সেপ্টম্বর নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার কামেল পীর ময়দানে মোহাব্বাত কুতুবে আফতাব হযরত শাহ সৈয়দ খাঁজা নাজমুল হাসান নক্সবন্দ আবুল ওলাইয় (রহঃ) এর দুইদিনব্যাপী ৫১ তম ওরশ মেবারক অনুষ্ঠিত হবে। ওরশ মোবারকে তরিকতের সকল পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দদের অংশ গ্রহন করতে দাওয়াত জানিয়েছেন বর্তমান গদ্দিনাসীন পীরজাদারা।
ওরশ মোবারকে উপস্থিত থাকবেন নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই। দুইদিনব্যাপী ওরশ মোবারকের কর্মসূচীতে প্রথম দিন ২৪ সফর ১০ সেপ্টেম্বর বাদ আসর ঢাকা নবাব বাড়ি মাজার শরীফে মজলিশে সামার মাধ্যমে ফুল চাদর নিয়ে মাজার শরীফে ফুল চাদর গিলাফ চরিয়ে কুল ফাতেহা ও বিশেষ মোনাজাত করা হবে।
বাদ এশা খানকায়ে দারুল ইস্কে ওরশ মেবারকের কুল ফাতেহা, বিশেষ মেনাজাত, মজলিশে সামা অনুষ্ঠিত হবে। পর দিন বাদ যোহর নেওয়াজ বিতরন বাদ আসর মজলিশে সামা আখেরী কুল ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দুইদিন ব্যাপি ওরশ মোবারকের সমাপ্তি হবে। ওরশ মোবারকে তরিকরের পীড় ভাই বোন আশেকান মুরিদান ভক্তবৃন্দদের উপস্থিথ থাকার জন্য দাওয়াত দিয়েছেন বর্তমান গদ্দিনাসীন পীরজাদরা। #