ধর্মীয় ভাবগাম্ভীর্যে বাহাউদ্দীন নক্সবন্দ ও খাজা নাজম উদ্দিন নক্সবন্দের ওরশ সম্পন্ন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ যাথাযথ মর্যাদায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসব মুখর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আগামী ১৯ ও ২০ সেপ্টেম্বর হযরত সৈয়দ বাহাউদ্দীন নকক্সবন্দের ৬৫৪ তম এবং এলাহি বাহরমত দস্তগীরে দোজাহান হযরত মাওলানা শাহ সৈয়দ খাজা নাজম উদ্দিন আহমেদ নকশেবন্দ আবুল উল্লাহ ( রহঃ আঃ ) ১০৪ তম দুই দিনব্যাপী ওরশ মোবারক সম্পন্ন হয়েছে। ওরশ মোবারকের কর্মসূচীতে প্রথম দিন ১৯ সেপ্টেম্বর সকাল ৮ টায় কোরআন শরীফ খতম ও মিলাদ মাহফিল, দুপুর ১২.৩০ মিনিটে মাজার শরীফ গোসল, বাদ আসর ঢাকা নবাববাড়ি খানকায়ে দারুল ইস্ক থেকে মজলিশে সামার মাধ্যমে ফুল চাদর নিয়ে মাজার শরীফে গিয়ে চাদর চরিয়ে কুল ফাতেহা পাঠ ও বিশেষ দোয়া মোনাজাত করেন নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই।
পরে বাদ এশা খানকায়ে দারুল ইস্কে ওরশ মোবারকের কুল ফাতেহা পাঠা দোয়া মাহফিল, মজলিশে সামা ও নেওয়াজ বিতরন অনুষ্ঠিত হয়। রাত ১২টা থেকে ফজরের আগ পর্যন্ত বাংলা মারফতি এবং জারিয়াতি গান অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন ২০ সেপ্টেম্বর বাদ যোহর নেওয়াজ বিতরন ও বাদ যোহর আখেরী কুল ফাতেহা ও বিশেষ মোনাজাতের মাধ্যমে দেশবাসির মঙ্গল কামনা করে দোয়া করা হবে।
এসময় ওরশ মোবারকে তরিকতের পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দরা অংশ গ্রহন করেন। ওরশ মোবারকে তরিকতের সকল পীর ভাই বোন আশেকান ভক্তবৃন্দের উপস্থিত থেকে ওরশ মোবারক সম্পূন্ন করায় বর্তমান পীরজাদারা সকলকে ধন্যবাদ জানিয়েছেন। #