শিরোনাম
ডেমরায় বিভিন্ন সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কের দুই
দু’পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে পুলিশ। মঙ্গলবার ২৫ অক্টোবর এ উচ্ছেদ অভিযান চালায় পুলিশ। এসময় রামপুরার মুখি সড়ক, তার আশপাশ, কোয়ার্টারের দুইগলি, খালের উপরের ব্রীজে, সারুলিয়ার, সড়ক, হাজীনগর সড়ক, কোনাপাড়ার সড়কসহ আশপাশের বেশ কয়েকটি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
স্থানীয় সত্রে জানা গেছে, অধিকাংশ দোকান নিয়ন্ত্রন করেন ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন। যা একেবারেই প্রকাশ্যে বলা চলে।
এ বিষয়ে নবাগর দায়িত্বে আসা ওসি জহিরুল ইসলামের নেতৃত্বে পুলিশ এ উচ্ছেদ অভিযান চালিয়েছে । এতে করে জনমনে স্বস্তির ফিরেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,
আশপাশের ওয়ার্ডগুলোতে এমন উচ্ছেদ অভিযান চালানো প্রয়োজন । সাধারন মানুষ এ অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন ।
এ বিষয়ে ডেমরা থানার পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, আমি যতদিন এই থানায় আছি, আমি বিষয়টি দেখবো। সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে এমন অভিযান ধারাবাহিকভাবে চলবে। কোন অন্যায় অপরাধী দের ছার দেওয়া হবে না । #