৫ নভেম্বর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুক্তিযোদ্ধা খোরশেদ আলমের স্মরণসভা
বন্দর প্রতিবেদকঃ বন্দরের প্রয়াত সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সিরাজউদ্দৌলা নাট্যদলের প্রাক্তণ কর্ণধার বীরমুক্তিযোদ্ধা সৈয়দ খোরশেদ আলম খসরু’র ৩য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে আগামীকাল রবিবার ৫ নভেম্বর বিকেল ৪টায় (বন্দর কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন) শহীদ সোহরাওয়ার্দী ক্লাব মিলনায়তনে মিডিয়া ভিশন থিয়েটারের উদ্যোগে মিলাদ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা। উদ্বোধক হিসেবে থাকবেন দেশবরেণ্য নাট্যকার ও লেখক বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দুর্বার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বাংলাদেশ গ্রæপ থিয়েটার ফেডারেশনের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য উত্তম কুমার সাহা।
বিশেষ আলোচক হিসেবে থাকবেন জনেজন নাট্য সম্প্রদায়ের কর্ণধার নাট্যজন বাহাউদ্দিন বুলু,বাংলাদেশ চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা মোহাম্মদ হোসেন নূর। এ সময় আরো উপস্থিত থাকবেন সৃষ্টি গ্রুপ থিয়েটারের কর্ণধার এম আর হায়দার রানা,অংকুর থিয়েটারের দলপতি মোঃ ওবায়েদ উল্লাহ,রংধনু সংসদের প্রতিষ্ঠাতা মফিজুর রহমান মফিজসহ অন্যান্য ব্যক্তিবর্গ। #