ভিক্টোরিয়া হাসপাতালের ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে অর্থ আত্মসাৎ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ ১শ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগের নামে সক্রিয় হয়ে উঠেছে একটি প্রতারক চক্র। যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি ছড়িয়ে দিয়ে হাতিয়ে নিয়েছে অনেকের টাকা ! তবে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকৃতপক্ষে সঠিক নয়। এটা সম্পূর্ণ ভুয়া। এটার সাথে স্বাস্থ্য বিভাগের কোন সম্পৃক্ততা নেই বলে জানিয়েছন জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান।
জানা গেছে, ফেসবুক গ্রæপ জব ইন নারায়ণগঞ্জ নামক একটি গ্রæপে নিয়োগ বিজ্ঞপ্তির পোস্ট দেয়া হয়। জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল নারায়ণগঞ্জ, নিয়োগ বিজ্ঞপ্তি ! যেখানে উল্লেখ করা হয়, টিকিট কাউন্টার, ফ্রন্টডেক্স অফিসার, বিল কাউন্টার, রিপোর্ট ডেলিভারী কাউন্টার, অফিস সহকারী, হেল্প ডেস্ক অফিসার হিসেবে নিয়োগ দেয়া হবে। চাকুরীতে আগ্রহীদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়, এসএসসি, এইচ এসসি এবং স্নাতক! কিছু পদের জন্য বলা হয়, চাকুরী প্রত্যাশীকে হতে হবে স্মার্ট, ইংরেজী এবং কম্পিউটারে অভিজ্ঞ। বলা হয়েছে, প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুবিধা প্রদান করা হবে। জীবন বৃত্তান্ত পাঠানোর জন্য দেয়া হয় ইমেইল ঠিকানা : যড়ংঢ়রঃধষ৫৪৩রহভড়@মসধরষ.পড়স ।
এমন চটকদার বিজ্ঞাপন দেখে মুর্হুতেই হুমড়ি খেয়ে পড়ে চাকুরী প্রত্যাশী অনেকেই। ওই গ্রæপে বিপুল কুমার বিশ্বাস নামে একটি আইডি থেকে পোস্ট হয়েছে এমনটি দেখা যায়। তবে ২০ ডিসেম্বর বুধবার সকালে চাকুরি পাওয়ার আবেদনকারীদের নিকট মুঠোফোনে এসএমএস এর মাধ্যমে চাকুরি ফি বাবদ অর্থ চাওয়া হয় বলে জানান ভুক্তভোগীরা।
তাদের কাছে জানা যায়, সহজেই বেকার তরুণ-তরুণীদের দৃষ্টি কাড়তে এরআগে ১৭ ডিসেম্বর রবিবার বিকালে জব ইন নারায়ণগঞ্জ নামে ফেসবুক গ্রæপে বিপুল কুমার বিশ্বাস নামের ব্যাক্তি নিয়োগ বিজ্ঞপ্তি পোস্ট আপলোড করেছেন এবং নিয়োগপত্রের উপরে লিখেন, আবেদনের নিয়মাবলী : আগ্রহী প্রার্থীদের আগামী ১৮ ডিসেম্বর রাত ১০ টার মধ্যে পূর্ণ ছবিসহ জীবন-বৃত্তান্ত পিডিএফ আকারে জি-মেইল প্রেরণ করতে হবে। কোন পদের জন্য আবেদন করা হচ্ছে তা বিষয়ের ঘরে উল্লেখ্য করতে হবে।
চাকুরির আবেদনকারী ভূক্তভোগীরা নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে গত ১৭ ডিসেম্বর রবিবার সরকারি হাসপাতাল নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে বিভিন্ন পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাই। এরপর আবেদনের নিয়মাবলী অনুযায়ী ১৮ ডিসেম্বর সোমবার বিকালে পূর্ণ ছবিসহ জীবন-বৃত্তান্ত পিডিএফ আকারে বিপুল কুমার বিশ্বাস নামে ব্যাক্তির দেওয়া জি-মেইলে পদের নাম উল্লেখ্য করে সিভি প্রেরণ করি। কিস্তু তারপর বুধবার (২০ ডিসেম্বর) সকালে এসএমএস এর মাধ্যমে অভিনন্দন জানিয়ে বিভিন্নজনকে বিভিন্ন পদে চাকুরিতে সিলেক্ট দেখিয়ে মুঠোফোনে ক্ষুদেবার্তা পাঠানো হয়। তাছাড়া এসএমএস টি টাকা দেওয়া শেষ সময় দুপুর দেড়টাই উল্লেখ্য করা হয়। চাকুরি ফি বাবদ ২৫০ টাকা এবং আমার বন্ধুর কাছে ২৮৫ টাকা চাওয়া হয়! সেই ব্যাক্তির দেওয়া পার্সোনাল নগদ (০১৩৩২৩৩৩১৮৬) নাম্বারে মোবাইল ব্যাংকি সেবায় টাকা দিতে বলা হয়। কিন্তু তার নগদ দেওয়া নাম্বারটিতে যখন কল দেওয়া তখন সেই নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
এছাড়াও কলেজ পড়ুয়া আরো একজন ভুক্তভোগী জানায়, চাকুরী প্রত্যাশী পুরুষ হলেও এসএমএস দিয়ে নারী কর্মী উল্লেখ করা হয়েছে। আর প্রতারক চক্রের দেয়া নগদ নাম্বারটি বন্ধ পাওয়া গেলে তাদের কার্য্যক্রমে সন্দেহ জন্মায়। পরে হাসপাতালে গিয়ে খোঁজ নিয়ে জানতে পারে এমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়নি। আর সেখানে গিয়ে দেখা মিলে এমন অনেকেই ইতমধ্যে টাকা পাঠিয়ে প্রতারণার শিকার হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মকর্তা নারায়ণগঞ্জ বার্তার প্রতিবেদককে জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রæপে নিয়োগ পোস্টটি করা হয়েছে বিপুল কুমার বিশ্বাস নামে! সেই ফেসবুক আইডি এবং নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাচ্ছে না। ওই প্রতারক বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে সটকে পড়েছে। সে হাসপাতালে কেউ নয়। এই ঘটনাটি আমি শুনেছি ও ফেসবুকে দেখেছি এবং প্রতিনিয়ত অনেক লোক আমাদের হাসপাতালে এসে নিয়োগের ব্যাপারে জানতে চাইছে কিন্তু আমরা এ ব্যাপারে কোন ধরনের বিজ্ঞপ্তি ফেসবুকে দেইনি। তাছাড়া সরকারি যতগুলো নিয়োগ হয় সেগুলোতে জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন প্রকাশ করে নিয়োগ কার্যক্রম করা হয়। আর ডাকযোগে মাধ্যমে প্রার্থীর আবেদন গ্রহণ করা ও প্রবেশ পত্র পাঠানো হয় কিন্তু এই ধরনের নিয়োগ আমরা কখনোই দেই নাই।
তিনি আরও জানান, যে ব্যক্তি এই ধরনের ভুয়া বিজ্ঞপ্তি ফেসবুকে প্রচার করে টাকা আত্মসাৎ করার চেষ্টা করেছেন তার বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ডিসি, এসপি, সদর সিভিল সার্জন এর কাছে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি এবং তাকে ধরার জন্য সকল প্রশাসনের নিকট চিঠি দেওয়া হয়েছে।
এ বিষয়ে জেলা সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মুশিউর রহমান নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে বলেন, এটা সম্পূর্ণ ভুয়া। তাদের সম্পূর্ণ ঠিকানাও ভূল। আমরা এ খবর জানতে পেরে সদর মডেল থানায় সাধারণ ডায়েরী করেছি। বিষয়টি পুলিশ সুপার এবং র্যাব ১১সহ সকলকে অবগত করা হয়েছে। এটার স্বাস্থ্য বিভাগের কোন সম্পৃক্ততা নাই। এটা একটা প্রতারক চক্র। তাদের ধরার জন্য সকলের সহযোগীতা কামনা করছি। #