ফরাজিকান্দা উইন্টার সকার লীগের ফাইনাল খেলা পুরস্কার বিতরন অনুষ্ঠিত
বন্দর প্রতিবেদকঃ উৎসব মুখুর পরিবেশে বন্দরে ফরাজিকান্দা উইন্টার সকার লীগ ২০২৩ ও ২০২৪ এর ফাইনাল খেলা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারী) বিকেল ৪টায় বন্দরে ফরাজিকান্দা উত্তরপাড়া বালুর মাঠে এ ফাইনাল খেলার পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পপতি ও সমাজ সেবক আলহাজ্ব রেজাউল করিম রাজু। ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক আলহাজ্ব মো: হানিফ মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সার্বিক পরিচালনায় ছিলেন ফরাজিকান্দা এলাকার সমাজ সেবক ইঞ্জিনিয়ার সুমন সারোয়ার, কামরুল জামান প্রধান ও মাসুদ আহাম্মেদ সম্রাট প্রমুখ।
র্টুনামেন্টের আয়োজনে ছিলেন রাতুল, পলক, জুম্মান, সাজিদ, সিহাব, সিয়াম, উদয় ও নূর প্রমুখ। ফাইনাল খেলায় ফরাজিকান্দা মায়ের দোয়া ৩- ১ গোলে ফরাজিকান্দা দক্ষিণপাড়া খালপাড়কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরভ অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন। #