নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ১৪ই নভেম্বর, ২০২৪ | ২৯শে কার্তিক, ১৪৩১ হেমন্তকাল | ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

শিরোনাম
  |   পূর্বাচল লেকের পাড়ে উদ্ধার হওয়া পলিথিনে মোড়ানো খন্ড বিখন্ড মরদেটি কার ?    |   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র‍্যালী গণসমাবেশ    |   সোনারগাঁ বিএনপির উপজেলা ও পৌর কার্যালয় উদ্বোধন    |   সকল রুটে বাস ভাড়া কামানো দাবিতে ৪০২ জন আইনজীবীর স্মারকলিপি প্রদান   |   অটো চাপায় শিশু শিক্ষার্থী নয়ন তারা নিহত   |   ১২ দিনেও সন্ধান মেলেনি মিছিল থেকে হারিয়ে যাওয়া বুদ্ধি প্রতিবন্ধী ইলিয়াস    |   জাতীয় বিল্পব ও সংহতি দিবস উপলক্ষে বন্দর থানা বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালী   |   দৈনিক খবরের পাতার সম্পাদকের পিতা ভাষা সৈনিক আবুবকর সিদ্দিকীর ২২তম মৃত্যুবার্ষিকী   |   শ্রমিক অসন্তোষে বিসিক শিল্প নগরীতে গার্মেন্টস ভাংচুর, সড়ক অবরোধ   |   ফতুল্লা থানা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মাসুম গ্রেপ্তার   |   ঐতিহাসিক বেতিয়ারা দিবস পালনে শহীদদের স্মরন করলো সমমনা    |   ফুলপাখি পাঠশালার ৪ দিনব্যাপী চিত্রকর্ম প্রদর্শনী শুরু    |   নারায়ণগঞ্জে মোহনা টিভির ১৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন   |   সোনারগাঁয়ে ব্যবসায়ীকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তারের অভিযোগ   |   নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে হামলার ঘটনায় অধ্যাপক মামুন মাহমুদের নিন্দা   |   আড়াইহাজারে ভাঙচুরের মামলার দুই আসামি গ্রেফতার    |   মাদক ব্যবসায় বাধা দেওয়ার সন্ত্রাসী হামলায় ৩ সহদোরসহ ৫ জন আহত   |   নিরীহ যুবককে আটক করে হত্যা মামলায় চালান   |   বদিউজ্জামান হত্যা মামলায় জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির গ্রেপ্তার   |   জেএসডি’র ৫২তম বার্ষিকী উপলক্ষে নগরীতে আলোচনা সভা অনুষ্ঠিত
 প্রচ্ছদ   আরো খবর   সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারের উৎখাত না  করে ঘরে ফিরবো না – পারভীন আক্তার
সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারের উৎখাত না  করে ঘরে ফিরবো না – পারভীন আক্তার
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শাহজাহান কবরি – আড়াইহাজার প্রতিবেদকঃ আজ ২৪ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর ঈদগাহ ময়দানে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, চাদাবাজ ও দখলদারের বিরুদ্ধে এক গণপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। এ সময় প্রধান অতিথি তার
বক্তব্যে বলেন ২য় বার স্বাধীনতার জন্য যে সকল ছাত্রজনতা ও বি.এন.পির অগনিত কর্মী সমর্থক শহীদ হয়েছেন প্রথমেই আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরন করছি।
এই শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারি না। ৫ই আগস্ট ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পর বি.এন.পির নাম ভাঙিয়ে যারা লুটপাট, চাদাবাজী, ব্যবসায় প্রতিষ্ঠানে তালা ও দখলদারী সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে বি.এন.পির ভাবমূর্তী ক্ষূন্য করেছে, বি.এন.পির কর্মী সমর্থক ও আড়াইহাজার উপজেলার আপামর জনসাধারনকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত না করে আমি ঘরে ফিরবো না। তিনি আরও বলেন, ছাত্রজনতা গণহত্যার দায়ে
স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাসির রায় বিদেশ থেকে এনে বাংলার মাটিতে কার্যকর করতে হবে। আমার যে সকল যুবক ও তরুন
সন্তানেরা ভোটার হয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার চ্যালেঞ্জ, তারা যার ভোট সে, যাকে খুশি
তাকে দিবে। তিনি আরও বলেন গণমানুষের দল বি.এন.পি। সকল ক্ষমতার উৎস আপনারা। আপনারা যার কাছে আপনাদের জান ও মাল নিরাপদ মনে করবেন, আপনারা তাকেই সমর্থন করে তার হাতেই টিকেট তুলে দিবেন। আপনারা
টিকেট এনে যার হাতে তুলে দিবেন, আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে তাকেই বিজয়ী করবো। আমার মূল শক্তি
আড়াইহাজারের জনগন। তিনি বলেন, আপনাদের পাশে থেকে আড়াইহাজারবাসীকে এমন একটি প্রশাসন উপহার দিতে চাই যেই প্রশাসন হবে জনগনের এবং জনগন হবে প্রশাসনের। জনগন এবং প্রশাসনের মাঝে যেন কোন সন্ত্রাসী, চাদাবাজ, দালাল, দুর্ণীতিবাজ যেন
ঢুকতে না পারে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। প্রশাসনের কাছে সেবা চেয়ে জনগন যেন নির্যাতনের শিকার না হয়। পারভীন আক্তার প্রশাসনের প্রতি এই আহব্বান জানান। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস,
চাদাবাজী, দখলসহ নানা অপরাধ, অপকর্ম করেছে তাদের অপরাধের স্বাক্ষী
আড়াইহাজারের জনগন। গণশুনানির মাধ্যমে দোষীদের শনাক্ত করিয়া সন্ত্রাস,
চাদাবাজ, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার
আহব্বান জানান প্রধান অতিথি পারভীন আক্তার।
আড়াইহাজার উপজেলা সদর
পারভীন আক্তারের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অসংখ্য নারী, পুরুষ
এসে জমা হলে তারা সকলে আড়াইহাজার বাজারের উপর দিয়ে মিছিল সহকারে
সভাস্থলে যোগদেন। গনপ্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতেপুর
ইউনিয়নর সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি
শহিদুল্লাহ মিয়া, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের
সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ
গোলনার ইভা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম
সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া। আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স। বিশনন্দী ইউনিয়ন
বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ,
আড়াইহাজার পৌরসভা জাসাস এর সভাপতি খোরশেদ আলম, গোপালদী পৌরসভা জাসাস এর সভাপতি হাছান আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবাহয়ক
আরাফাত। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!