নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   আরো খবর   সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারের উৎখাত না  করে ঘরে ফিরবো না – পারভীন আক্তার
সন্ত্রাস, চাদাবাজ ও দখলদারের উৎখাত না  করে ঘরে ফিরবো না – পারভীন আক্তার
  আরো খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

শাহজাহান কবরি – আড়াইহাজার প্রতিবেদকঃ আজ ২৪ই সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৩ ঘটিকায় আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের কাইমপুর ঈদগাহ ময়দানে সন্ত্রাস, নৈরাজ্য, লুটপাট, চাদাবাজ ও দখলদারের বিরুদ্ধে এক গণপ্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। এ সময় প্রধান অতিথি তার
বক্তব্যে বলেন ২য় বার স্বাধীনতার জন্য যে সকল ছাত্রজনতা ও বি.এন.পির অগনিত কর্মী সমর্থক শহীদ হয়েছেন প্রথমেই আমি তাদেরকে শ্রদ্ধাভরে স্মরন করছি।
এই শহীদদের রক্তের সাথে আমরা বেঈমানী করতে পারি না। ৫ই আগস্ট ছাত্রজনতার গণহত্যাকারী স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও পালিয়ে যাওয়ার পর বি.এন.পির নাম ভাঙিয়ে যারা লুটপাট, চাদাবাজী, ব্যবসায় প্রতিষ্ঠানে তালা ও দখলদারী সহ নানান অপকর্মে লিপ্ত হয়ে বি.এন.পির ভাবমূর্তী ক্ষূন্য করেছে, বি.এন.পির কর্মী সমর্থক ও আড়াইহাজার উপজেলার আপামর জনসাধারনকে সাথে নিয়ে তাদেরকে উৎখাত না করে আমি ঘরে ফিরবো না। তিনি আরও বলেন, ছাত্রজনতা গণহত্যার দায়ে
স্বৈরাচারী শেখ হাসিনা ও তার দোসরদের ফাসির রায় বিদেশ থেকে এনে বাংলার মাটিতে কার্যকর করতে হবে। আমার যে সকল যুবক ও তরুন
সন্তানেরা ভোটার হয়েও ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমার চ্যালেঞ্জ, তারা যার ভোট সে, যাকে খুশি
তাকে দিবে। তিনি আরও বলেন গণমানুষের দল বি.এন.পি। সকল ক্ষমতার উৎস আপনারা। আপনারা যার কাছে আপনাদের জান ও মাল নিরাপদ মনে করবেন, আপনারা তাকেই সমর্থন করে তার হাতেই টিকেট তুলে দিবেন। আপনারা
টিকেট এনে যার হাতে তুলে দিবেন, আমরা আপনাদের সাথে ঐক্যবদ্ধ থেকে ভোট বিপ্লবের মাধ্যমে তাকেই বিজয়ী করবো। আমার মূল শক্তি
আড়াইহাজারের জনগন। তিনি বলেন, আপনাদের পাশে থেকে আড়াইহাজারবাসীকে এমন একটি প্রশাসন উপহার দিতে চাই যেই প্রশাসন হবে জনগনের এবং জনগন হবে প্রশাসনের। জনগন এবং প্রশাসনের মাঝে যেন কোন সন্ত্রাসী, চাদাবাজ, দালাল, দুর্ণীতিবাজ যেন
ঢুকতে না পারে, আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। প্রশাসনের কাছে সেবা চেয়ে জনগন যেন নির্যাতনের শিকার না হয়। পারভীন আক্তার প্রশাসনের প্রতি এই আহব্বান জানান। তিনি আরও বলেন, দলের নাম ভাঙিয়ে সন্ত্রাস,
চাদাবাজী, দখলসহ নানা অপরাধ, অপকর্ম করেছে তাদের অপরাধের স্বাক্ষী
আড়াইহাজারের জনগন। গণশুনানির মাধ্যমে দোষীদের শনাক্ত করিয়া সন্ত্রাস,
চাদাবাজ, নৈরাজ্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার
আহব্বান জানান প্রধান অতিথি পারভীন আক্তার।
আড়াইহাজার উপজেলা সদর
পারভীন আক্তারের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অসংখ্য নারী, পুরুষ
এসে জমা হলে তারা সকলে আড়াইহাজার বাজারের উপর দিয়ে মিছিল সহকারে
সভাস্থলে যোগদেন। গনপ্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ফতেপুর
ইউনিয়নর সাবেক চেয়ারম্যান ও উপজেলা বি.এন.পির সাবেক সহ-সভাপতি
শহিদুল্লাহ মিয়া, উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন নারায়ণগঞ্জ জেলা যুব দলের
সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ
গোলনার ইভা, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা জাসাস এর সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম
সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া। আড়াইহাজার পৌর বি.এন.পির সাবেক সিনিয়র সহসভাপতি গোলজার হোসেন আলাবক্স। বিশনন্দী ইউনিয়ন
বি.এন.পির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা মেম্বার, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম। সরকারি সফর আলী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোরশেদ আলম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ,
আড়াইহাজার পৌরসভা জাসাস এর সভাপতি খোরশেদ আলম, গোপালদী পৌরসভা জাসাস এর সভাপতি হাছান আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার পৌর জিয়া মঞ্চের আহবাহয়ক
আরাফাত। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...