শিরোনাম
সাধারণ সভা / লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ কার্যবর্ষে দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ লায়ন্স ক্লাব অফ নারায়ণগঞ্জ এর ২০২৫-২০২৬ কার্যবর্ষের দ্বিতীয় সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২০ আগস্ট সন্ধ্যায় নগরীর স্নোভার গার্ডেন চাইনিজ রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর প্রেসিডেন্ট নাসির উদ্দিন মন্টু’র
সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাব মার্কেটিং এন্ড কমিউনিকেশন চেয়ারপার্সন লায়ন সাইদুল্লাহ হৃদয়,
ক্লাব টেল টুইস্টার লায়ন জি এম হায়দার আলী বাবলু,
সার্ভিস চেয়ারপার্সন লায়ন শায়েদুল ইসলাম শাকিল, ক্লাব আই পি প্রেসিডেন্ট এ্যাডঃ আশরাফুল আলম সিরাজি রাসেল, পরিচালক লায়ন মোঃ নজরুল ইসলাম, লায়ন মোঃ আলী আকবর, লায়ন এ্যাডভোকেট নুরুল হুদা, লায়ন আলহাজ্ব শাহ আলম, এলসিআইএফ ক্লাব কো-অর্ডিনেটর লায়ন মোঃ মাহাবুব এলাহি,
ক্লাব ১ম ভাইস প্রেসিডেন্ট লায়ন রাকিবুল হাসান শিমুল,
ক্লাব ২য় ভাইস প্রেসিডেন্ট লায়ন মোস্তাফিজুর রহমান, ক্লাব ৩য় ভাইস প্রেসিডেন্ট লায়ন আলাল উদ্দিন,

সেক্রেটারী লায়ন এ্যাডভোকেট বিএম হোসেন, টেজারার লায়ন এ্যাডভোকেট জাকির হোসেন, ১ম জয়েন্ট সেক্রেটারী লায়ন মোঃ বিল্লাল হোসেন, ২য় জয়েন্ট সেক্রেটারী লায়ন শামসুর রহমান কাজল, জয়েন্ট ট্রেজারার লায়ন শ্রীকান্ত রায়, জয়েন্ট টেল টুইস্টার লায়ন মোঃ নজরুল ইসলাম সোহেল, টেমার সার্জিস হোসেন তারেক, জয়েন্ট টেমার লায়ন রাকিব উল হাসান, লায়ন মোহাম্মদ শাহেদ।
সভার প্রথমে পবিত্র কোরআন তোলোয়াত ও লায়ন শপথ বাক্য পাঠ করা হয়।
পরে ২০২৫-২৬ কার্যবর্ষের আগস্ট মাস চাইল্ড ভিশন এওয়ারনেস মাস উপলক্ষে শিশুদের চক্ষু পরীক্ষা কর্মসূচী পালন নিয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহন করা হয়। ২০২৫-২৬ কার্যবর্ষের অভিষেক চাটার্ড নাইট, ইন্ডাকশন, ইনস্টলেশন সম্পর্কে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহন করা হয়। আগামী অক্টোবর সার্ভিস মাসের কার্যক্রম সম্পর্কে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহন করা হয়।
আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। #
