শিরোনাম
অটোরিকশা ছিনিয়ে চালককে হত্যা
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় রজ্জব আলী(৫৫) নামে এক অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারনা করা হচ্ছে অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ফেলে যায়।
সোমবার (৫ ফেব্রæয়ারী) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের হাড়িয়া চৌধুরীপাড়া এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত রজ্জব আলী উপজেলার পিরোজপুর ইউনিয়নের মৃত সদর আলীর ছেলে। তিনি ছয়হিস্যা গ্রামের মানিক মিয়ার অটো ডেইলি জমায় চালাতেন।
সোনারগাঁ থানার সেকেন্ড অফিসার (এস আই) পংকজ কান্তি সরকার জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। #