বন্দরে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন সাংসদ সেলিম ওসমান
বন্দর প্রতিবেদকঃ বন্দরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ তিন পরিবারের পাশে দাড়ালেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান। শুক্রবার (১৬ ফেব্রুয়ারী) বিকাল ৫:৩০ মিনিটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মাহমুদ নগর কলাবাগানে সেই বাড়ীতে তিনি সশরীরে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকদের সাথে কথা বলেন।
ওই সময় তিনি জানতে চায় যে দুই দিন আগে তার পাঠানো উপহারটি সুষ্ঠুভাবে পেয়েছেন কিনা ও তাদের কাছ থেকে পুনরায় ঘর নির্মাণের একটি তালিকা করতে বলা হয়েছিলো সেই তালিকা টা প্রস্তুত করা হয়েছে কিনা।এর আগে বুধবার (১৪ ফেব্রুয়ারী) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদ মিলনায়তনে এক সভায়,
সাংবাদিক সাব্বির আহমেদ সেন্টু ও নারী উদ্যোক্তা সালমা চৌধুরী পাপিয়ার মুখে ঘটে যাওয়া রবিবার (১১ ফেব্রুয়ারী) মাহমুদ নগর কলাবাগানে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের বর্ণণা শুনে তাৎক্ষনিকভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানুকে তিনি এ নির্দেশ দেন। ওই সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর খোঁজ খবর নিতে নির্দেশ দেন। #