শিরোনাম
শাহ সৈয়দ খাঁজা দায়েম হাসানের দুইদিনব্যাপী ওরশ মোবারক সম্পূন্ন
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার তাজেদারে আউলিয়া কুতুবে ওয়াক্ত হযরত শাহ সৈয়দ খাঁজা মোহাম্মদ দায়েম হাসান নক্সবন্দ আবুল ওলাইয়ের দুইদিনব্যাপী ৪৬ তম ওরশ মেবারক সম্পূন্ন হয়েছে। দুইদিনব্যাপী ওরশ মোবারকে গত ২৬ ফেব্রুয়ারী ওরশ মোবারক শুরু হয়। প্রথমদিন মাজার শরীফে ফুল চাদর চরিয়ে, কুল ফাতেহা পাঠ মজলিশে সামা সহ নানা কর্মসূচী পালন করা হয়।
দ্বিতীয় দিন ২৭ ফেব্রুয়ারী নেওয়াজ বিতরন আখেরী কুল, বিশেষ দোয়া মজলিশে সামা কর্মসূচীর মধ্য দিয়ে ওরশ মোবারক সম্পূন্ন হয়। ওরশ মোবারকের প্রথম দিন ঢাকার নবাববাড়ি খানকায়ে দারুল ইস্ক থেকে ফুলচাদর নিয়ে মাজার শরীফে ফাতেহা পাঠ, কোরআন খতম ও বিশেষ মোনাজার করা হয়। এ সময় নকক্সবন্দ আবুল ওলাইয়া তরিকার ঢাকা নাবাব বাড়ি খানকায়ে দারুল ইস্কের বর্তমান গদ্দিনাসীন পীরজাদা হযরত শাহ সৈয়দ খাজা আবুজার হাসান নক্সেবন্দ আবুল ওলাই ,
হযরত শাহ সৈয়দ খাজা ওয়াজির হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা ওয়াদ হাসান নক্সেবন্দ আবুল ওলাই , হযরত শাহ সৈয়দ খাজা তাহা হাসান নক্সেবন্দ আবুল ওলাই উপস্থিথ ছিলেন। পরে রাত সাড়ে নয়টায় খানকায়ে দারুল ইস্কে ওরশ মেবারকের কুল ফাতেহা পাঠ, মজলিশে সামা ও বিশেষ দোয়া করে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দয়া করা হয়।
ওরশ মেবারকের দ্বিতীয়দিন নেওয়াজ বিতরন, মজলিসে সামা আখেরী কুলের মধ্যদিয়ে ওরশ মোবারকের সমাপ্ত হয়। এসময় তরিকরের পীড় ভাই বোন আশেকান মুরিদান ভক্তবৃন্দরা উপস্থিথ ছিলেন। #