সোনারগাঁয়ে সাধন মিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আলোচিত সাধন মিয়া হত্যা মামলায় দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুইজনকে ১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মোঃ আক্তারুজ্জামান ভূইয়া এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় আসামীরা আদালতে অনুপস্থিত ছিলেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলঃ সোনারগাঁ উপজেলার কান্দারগাঁও এলাকার আব্দুর রহমান সরকারের ছেলে শামীম ও আব্দুল মান্নানের ছেলে আল আমিন ও একই এলাকার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত হল,
জজ মিয়ার ছেলে রাসেল।আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট শামীম হোসাইন ,২০১৪ সালের ১৭ জুন সোনারগাঁ হত্যা হয়। নিহতের মা বাদি হয়ে থানায় মামলা করেন। মামলায় দীর্ঘ শুনানি শেষে ১৯জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে দুইজনের মৃত্যুদণ্ড ও একজনের যাবজ্জীবন কারাদণ্ড রায় ঘোষণা করেন। এ রায়ে তিনি সন্তোষ প্রকাশ করেন। #