মাদক সেবনে বাধা দেয়ায় ঘরে ঢুকে হামলায় যুবক আহত
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ
ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় মাদক নেবনে বাধা প্রদান করায় মেহেদী হাসান ভুবন নামে একজনকে মারধর করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে ফাহিমগংদের বিরুদ্ধে। এ বিষয়ে আহত ভুবনের স্ত্রী ছাবিকুন নাহার ফাহিমগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগসুত্রে জানা যায়, ছাবিকুন নাহার ধর্মগঞ্জ শাহীন কোল্ড ষ্টোরেজ সংলগ্ন হাজি আজিজুর রহমান এর বাড়িতে স্বপরিবারে ২য় তলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসিতেছি। একই বিল্ডিংয়ের ৩য় তলায় ১নং বিবাদী তাহার পরিবার পরিজন নিয়া বসবাদ করে। ১নং বিবাদী বিভিন্ন সময় তাহার বন্ধুদের নিয়ে উক্ত বাসায় মাদক সেবন করা সহ গভীর রাত পর্যন্ত আড্ডা দিয়া থাকে। আমার বাসায় স্কুল কলেজ গামী বোনেরা বসবাস করায় তাহাদের লেখা পড়ায় অসুবিধা হওয়ায় আমি সহ আমার স্বামী একাধিক বার বিবাদীকে এহেন কর্মকান্ড হইতে বিরত থাকার জন্য বলিলে বিবাদীরা আমাদের কথায় কর্ণপাত না করিয়া গভীর রাত পর্যন্ত অনুরুপ কর্মকান্ড অব্যাহত রাখে। শুক্রবার-১৫ মার্চ সন্ধ্যা ৬.৫৫ ঘটিকায় ফাহিম,সুমন ইন্নামিন ও শাওনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫জন ১নং বিবাদীর বাসায় ও সিঁড়িতে আড্ডা দেওয়া কালীন আমার স্বামী বিবাদীদেরকে আড্ডা দিতে বাধা নিষেধ করায় উল্লেখিত বিবাদীগন আমার স্বামীর উপর ক্ষিপ্ত হইয়া আমার স্বামীকে টানা হেচড়া করতঃ এলোপাথারী কিল, ঘুষি মারতে থাকে। তখন আমার স্বামী প্রান রক্ষার্থে আমাদের রুমে ঢুকিয়া পড়িলে বিবাদীরাও সাথে সাথে আমাদের রুমে প্রবেশ করে আমার স্বামীকে এলোপাথারী মারপিট করিয়া ফ্লোরের উপরে ফেলে পাড়াইয়া আমার স্বামীর শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা রক্তজমাট জখম করে। আমি সহ আমার ছোট বোন স্মৃতি ও খালা নার্গিস আমার স্বামীকে রক্ষা করিতে আগাইয়া গেলে বিবাদীরা আমাদেরকেও এলোপামারী মারপিট করিয়া নীলাফুলা জখম করে।
এ সময় ১নং বিবাদী আমার বোনের গলায় থাকা ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন মূল্য ৭৫ হাজার টাকা এবং ২নং বিবাদী সুমন আমার স্বামীর পরিহিত লুঙ্গির কোমড়ে থাকা একটি ম্যানিব্যাগ সহ ১০ হাজারটাকা সহ দিয়া নেয়। আমাদের আত্মচিৎকারে আশপাশের ভাড়াটিয়া আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমাদের ঘরের আসবাবপত্র এলোমেলো করে আমাদেরকে বিভিন্ন প্রকার ভয়ভীতি ও জীবন নাশের হুমকি দিয়া। পরে আমার স্বামীকে খানপুর ৩শ শষ্যা হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করাই।
তবে স্থানীয়রা জানান,একটি প্রভাবশালী মহলের ইন্ধনেই নাকি ফাহিমগংরা এলাকায় মাদক সেবন ও বিক্রিসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। #