গণসংহতি আন্দোলন গিয়াস উদ্দিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ বিএনপির জেলা সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার কর: গণসংহতি আন্দোলন দুর্নীতি দমন কমিশন দুদকের মামলায় নারায়ণগঞ্জ বিএনপির জেলা সভাপতি গিয়াস উদ্দিনের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা গণসংহতি আন্দোলন। সোমবার ১৩ মে, সোমবার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন এবং নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস এই দাবি জানান। তরিকুল সুজন এবং অঞ্জন দাস যৌথ বিবৃতিতে বলেন,
বর্তমান ক্ষমতাসীন সরকার মুক্তিযুদ্ধের নামে জনগণের ভোটাধিকার হরণ করে গত ৭ জানুয়ারি একটি ডামি নির্বাচন করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। তাদের এই নির্বাচন জনগণ প্রত্যাখান করেছে। ইতিমধ্যে বর্তমানে অনুষ্ঠিত উপজেলা নির্বাচন মানুষ বর্জন করেছে যা আমরা দেখতে পাচ্ছি। এই সরকারের প্রতি মানুষের বিন্দুমাত্র আস্থা ভরসা নাই। এই সরকারকে মানুষ মন থেকে ঘৃণা করে। এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে সারাক্ষণ ক্ষমতা হারাবার আতঙ্কে থাকে। এই আতঙ্ক থেকে তারা দমন-পীড়ন, নির্যাতন-মামলা করে বিরোধীমত দমন করতে চায়। তাদের ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে তারা সরকারের প্রতিটি প্রতিষ্ঠানকে দুর্নীতি গ্রস্ত করে তুলেছে এবং ২০১৪ সাল থেকে তারা প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের দলদাসে পরিণত করেছে।
তাদের এই দলদাস দুদককে দিয়ে বিএনপির নারায়ণগঞ্জ জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াস উদ্দিনের নামে মিথ্যা এবং প্রতারণামূলক মামলা করেছে। আমরা পরিস্কার ভাবে মনে করি, দুর্নীতি-লুটপাট, অর্থ পাচারসহ দেশকে স্থায়ী সংকটে ফেলে দিয়েছে। তাদের এই সব কর্মকাণ্ডের কারনে দিয়ে জনগণের মধ্যে যে ক্ষোভ-বিক্ষোভ দানা বাধছে সেটা মোকাবিলা করতে গিয়ে বিএনপির জেলা কমিটির সভাপতির নামে মিথ্যা-বানোয়াট মামলা দিয়েছে। এবং একই সাথে সরকার দলীয় সাংসদের দীর্ঘদিনের খায়েশ যুক্ত হয়েছে। বিএনপির জেলা সভাপতি গিয়াস উদ্দিনের নামে অনতিবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা জানাই। #