নারায়ণগঞ্জ  বৃহস্পতিবার | ২রা অক্টোবর, ২০২৫ | ১৭ই আশ্বিন, ১৪৩২ শরৎকাল | ৯ই রবিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   আইন নিজের হাতে তুলে নেবেন না আড়াইহাজার থানা ওসি   |   মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গনপিটুনিতে ডাকাত নিহত   |   বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করে আর্থিক অনুদান দিলেন জাকির খান   |   মহাঅষ্টমীতে শঙ্খ, ঘণ্টা আর উলু ধ্বনির মধ্য দিয়ে কুমারী পূজা অনুষ্ঠিত   |   দুই গ্রুপের টেঁটাযুদ্ধ উভয় পক্ষের ১২জন আহত   |   এই দেশে ধর্ম দিয়ে কাউকে বিচার করা হবে না – আবদুল্লাহ আল আমিন   |   বিএনপিতে যোগদানে সর্বস্তরের শুভেচ্ছায় সিক্ত মাসুদুজ্জামান মাসুদ   |   দেশের মানুষ ওয়ানম্যান- ওয়ান ভোট পদ্ধতিতে চায় – ড. আবদুল মঈন খান   |   লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ এর  নতুন কমিটির অভ্যর্থনা চার্টার নাইট   |   বিএনপি’র ৩১ দফা বাস্তবায়নে আল মুজাহিদ মল্লিকের উঠান বৈঠক   |   প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর ছাত্রদলের রক্তদান ও ফ্রী মেডিকেল ক্যাম্পিং   |   বিএনপি একটি বড় দল এই দলের কোন অশুভ শক্তির জায়গা হবে না – সাখাওয়াত   |   সামর্থ্যহীন এমন ২ হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সেবা প্রদান   |   শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নগদ অর্থ প্রদান করেন মাসুদুজ্জামান মাসুদ   |   বিএনপি – জামাত – এনসিপি কেউ দুর্নীতির বাইরে নয় – জোনায়েদ সাকি   |   আনিসুল ইসলাম সানি’র সাথে জাসাস নেতৃবৃন্দের সাক্ষাৎ   |   সঞ্চয় ও ঋণ গ্রহীতাদের টেকসই সেবা দিতে হবে – প্রধান নির্বাহী জাকির হোসেন    |   সন্ধি সংগঠনের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত    |   কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির উদ্যোগে মিলাদ ও দোয়া   |   দেশে বিষমুক্ত কৃষি উৎপাদনে কৃষকদের সচেতনতা জরুরি—মহাপরিচালক
 প্রচ্ছদ   জেলার খবর   বক্তাবলীতে সন্ত্রাসী হামলায় দু’সহোদর রক্তাক্ত জখম
হামলা / বক্তাবলীতে সন্ত্রাসী হামলায় দু’সহোদর রক্তাক্ত জখম
  জেলার খবর || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: সোমবার, ১০ জুন, ২০২৪

নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পশ্চিম গোপালনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দীল মোহাম্মদ দীলন বাহিনীর হামলায় দুই সহোদর সাজ্জাদ ও শুভ রক্তাক্ত জখম হয়েছে। মুর্মুর্ষ অবস্থায় স্বজনরা আহতদের উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায় এ ব্যাপারে আহতদের চাচা মোঃ মনির হোসেন  বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। মৃত আব্দুল হামিদের পুত্র মোঃ মনির হোসেন উল্লেখ করেন, বিবাদী-

এনায়েত উল্লাহ পিতা: আফজাল হোসেন ভূইয়া,  দিল মোহাম্মদ  পিতা: মৃত নুর মোহাম্মদ ভূইয়া,আবু সাঈদ পিতা: আলী মেম্বার, পলক  পিতা: আলী মেম্বার, আবু সিদ্দিক, পিতা: দিল মোহাম্মদ, সর্ব সাং- পশ্চিম গোপাল নগর, বক্তাবলী, থানা: ফতুল্লা, জেলা: নারায়ণগঞ্জসহ আরো অজ্ঞাতনামা ৪/৫জন বিবাদীদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উল্লেখিত বিবাদীরা খুবই দুষ্কৃতিকারী ও খারাপ প্রকৃতির লোক। গত ০৮/০৯/২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৬:০০ ঘটিকার সময় গোপালনগর নাজমুন্নেছা স্কুল মাঠে খেলা শেষে খেলার বিষয় নিয়া ৫নং বিবাদীর সহিত আমার ভাতিজা- সাজ্জাদ ও শুভ  দ্বয়ের মধ্যে কথা কাটাকাটি ও বাকবিতন্ডা হয়। পরবর্তীতে গত ০৯/০৬/২০২৪ইং তারিখ সন্ধ্যা আনুমানিক ০৭:৩০ ঘটিকার সময় আমার ভাতিজা- শুভ ও সাজ্জাত  উভয় পিতা: আমির হোসেন  তাহাদের মুরগির ব্যবসার ২,২২,০০০/- (দুই লক্ষ বাইশ হাজার) টাকা নিয়া ফতুল্লায় আসার পথিমধ্যে বক্তাবলী লঞ্চঘাটে পৌঁছাইলে উল্লেখিত সকল বিবাদীরা ধারালো রামদা, ছুরি, লোহার রড, পাইপ সহ বিভিন্ন লাঠি সোঠায় সজ্জিত হইয়া বে-আইনী জনতাবদ্ধে আমার ভাতিজাদ্বয়ের গতিরোধ করিয়া পূর্বের কথা কাটাকাটি ও বাকবিতন্ডাকে কেন্দ্র করিয়া অতর্কিতভাবে হামলা শুরু করে।

১নং বিবাদী তাহার হাতে থাকা ধারালো রাম দা দিয়া আমার ভাতিজা- শুভ (২৩) কে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করিয়া এলোপাথারীভাবে কোপাইয়া মাথার ওপরে একাধিকস্থানে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। ভাতিজা শুভ এর ডাক-চিৎকারে পাশে থাকা ছোট ভাতিজা- সাজ্জাদ আগাইয়া আসিলে, ২নং বিবাদী দিল মোহাম্মদ তাহার হাতে থাকা ধারালো ছুরি দিয়া হত্যার উদ্দেশ্যে সাজ্জাদের মাথা লক্ষ করিয়া কোপ দিলে, সাজ্জাদ তাহার দুই হাত দিয়া ঠেকাইলে সাজ্জাদের দুই হাতের (কজি ও কনুই এর মধ্যবর্তী স্থানে) কাটা গুরুতর রক্তাক্ত জখম হয়। আমার ভাতিজারা ররক্তাক্ত জখম প্রাপ্ত হইয়া মাটিতে লুটাইয়া পড়িলে ২নং বিবাদীর হুকুমে ৩, ৪, ৫নং বিবাদী ও অজ্ঞাতনামা বিবাদীরা তাহাদের হাতে থাকা লোহা রড, পাইপসহ বিভিন্ন লাঠি সোঠা দিয়া আমার ভাতিজাদ্বয়ের মৃত্যু নিশ্চিত করণের লক্ষ্যে এলোপথারীভাবে উপর্যুপরী আঘাত করিয়া আমার ভাতিজাদ্বয়ের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক নীলাফোলা জখম সহ রক্তাক্ত জখম করে। ঘটনার সময় ৩ ও ৪নং বিবাদীদ্বয় ভাতিজা-শুভ এর পরিহিত প্যান্টের ডান পকেটে থাকা মুরগি ব্যবসার ২,২২,০০০/- (দুই লক্ষ বাইশ হাজার) টাকা নিয়া যায়। আমার ভাতিজাদ্বয়ের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন আগাইয়া আসিতে থাকিলে বিবাদীরা আমার ভাজিতাদ্বয়কে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও খুন-জখম করিয়া প্রাণে হত্যা করার হুমকি দিয়া ঘটনাস্থল হইতে চলিয়া যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন আগাইয়া আসিয়া আমার ভাতিজাদ্বয়কে ঘটনাস্থল হইতে উদ্ধার নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়া চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করে।এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করতে অফিসার ইনচার্জের হস্তক্ষেপ কামনা করেন মনির হোসেন।  #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...