বন্দরে ভিটি থেকে উচ্ছেদ করতে দুই বোনকে পিটিয়ে জখম
বন্দর প্রতিবেদকঃ বন্দরের মাহমুদনগর এলাকায় মরিয়ম বেগম(৬৫) ও বেঙ্গি বেগম(৬০) নামে দুই বোনকে বেদম পিটিয়ে রক্তাক্ত জখম করেছে ভূমিদস্যূ রাজা মিয়া ও তার সহযোগীরা। ১৮ আগষ্ট রোববার সকালে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনাটি ঘটে বলে স্থানীয়রা জানায়। আহত মরিয়ম বেগমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহতের পারিবারিক সূত্র জানায়,মাহমুদনগর মুন্সিবাড়ি এলাকার জানে আলমের পুত্র রাজা মিয়ার সঙ্গে একই এলাকার মিলন মিয়ার স্ত্রী বেঙ্গি বেগম ও তার বোন মরিয়ম বেগমের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে ১৮ আগষ্ট সকালে রাজা মিয়া ও তার পুত্রসহ অন্যান্যরা মিলে নিরীহ ওই পরিবারটিকে জোরপূর্বক ভিটি থেকে উচ্ছেদ করতে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
এ সময় প্রতিবাদ করলে হামলাকারীরা মরিয়ম বেগম ও তার বোন বেঙ্গি বেগমকে কাঠের ডাসা দিয়ে এলোপাথাড়ি আঘাত করে। এতে মরিয়ম বেগম গুরুতর জখম হয়ে মাটিতে লুটিয়ে পড়ে ডাকা চিৎকার। পরে আশ পাশের লোকজন আহত মরিয়মকে ধরাধরি করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে।#