শিরোনাম
২নংরেল গেইট এলাকা শহীদ রবিউল চত্ত্বর নাম ব্যবহার করবেন- সানী
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ ৯০এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে নারায়ণগঞ্জ ২নং রেলগেইটে ১লা ডিসেম্বর পুলিশের গুলিতে নিহত শহীদ রবিউল এর ৩৪তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) বিকেলে নগরীর ২নং রেল গেইট সংলগ্ন আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগারের সামনের রাস্তায় শহীদ রবিউল স্মৃতি সংসদের আয়োজনে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরনসভায় প্রধান অতিথির বক্তব্যে আনিসুর ইসলাম সানি বলেন, নারায়ণগঞ্জ আমরা অতিতে যে রাজনীতি তখন এখানে সুন্দর একটি পাঠাগার ছিল। তথাকথিত মেয়র আইভী জনগনের ফুটপাত দখল করে একটি গোডাউন করা হয়েছে। বিএনপি ক্ষমতা আসলে এখানে একটি অত্যাধুনিক অডিটোররিয়াম রোম তৈরি করে দেবো জনগণের স্বার্থে। আগামীতে যারা ২নংরেল গেইটের ডায়মন্ড হল নাম হবে না আজ থেকে শহীদ রবিউল চত্ত্বর নাম ব্যবহার করবেন এবং খুব শিগগিরই আপনারা মেয়রের কাছে গিয়ে স্বীকৃতি নিয়ে আসবেন। আর সরকারি ভাবে ঘোষনা করা জন্য আমরা কাজ করবো।
তিনি আরো বলেন, এই পাঠাগারের সামনে একটি ভবন রয়েছে যেটি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কার্যালয়। তৎকালীন সময় আমরাই কার্যালয়ের জন্য কয়েকবার সর্বোচ্চ টেন্ডার দিয়েছিলাম কিন্তু আওয়ামী লীগের ধোষররা শেখ হাসিনার ধোষররা মেয়র আইভী বাস্তবায়ন করতে দেয়নি। আপনাদের অনুরোধ করে বলব এটাকে মহানগর বিএনপি কার্যালয় বানান প্রয়োজনে এটাকে দখল করে আপনাদের কার্যালয়ে করুন আমি আপনাদের পাশে আছি।
আর যদি এ কার্যালয় না করতে দেওয়া হয় তাহলে আওয়ামী লীগের কার্যলয়টি দখন করে সেটাকে বিএনপির কার্যালয় বানানো হবে। বিএনপির নাম ভাঙ্গিয়ে যারা চাঁদাবাজি করছেন তাদেরকে বলতে চাই আপনারা সাবধান হয়ে যান কেউ ছাড় পাবেন না।
নিহত রবিউলের পিতা আনোয়ার দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. সরকার হুমায়ূন কবির, কেন্দ্রীয় জাসসের সাবেক সদস্য হাজী শাহিন,জেলা জাসসের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, মহানগরের জাসসের সভাপতি স্বপন চৌধুরী, সদর থানা জাসসের সভাপতি জিকু খান, সাধারন সম্পাদক এড.গালিব , আওলাদ হোসেন, দেলোয়ার, নুর ইসলাম, আলিফ হাবিব জর্দান,মনির সহ প্রমূখ। #