শিরোনাম
ট্যাংকলরি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত


বন্দর প্রতিবেদকঃ বন্দরে তেলবাহী ট্যাংকলরি ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত বৃহস্পতিবার (৬ মার্চ) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের দেওয়ানবাগ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড বন্দরের মুরাদপুর এলাকার আজিজুল হকের ছেলে শাওন(১৭) ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে ওবায়দুল্লা ওরফে শিমুল(১৮)। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও ট্যাংকলরিটি আটক করা হয়েছে বলে পুলিশ জানায়।

হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক মতিউর রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে তিন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে বন্দরের মদনপুর থেকে মুরাদপুর যাচ্ছিলেন। এ সময় বিপরিত দিক থেকে আসা তেলবাহী ট্যাংকলরির সঙ্গে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত ও একজন আহত হন। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে।#
