এভারগ্রীণ স্কুলে বার্ষিক ক্রীডা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ


নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ এভারগ্রীণ কিন্ডার কেয়ার স্কুল বার্ষিক ক্রীডা প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) বিকাল ৪টায় সদর উপজেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নে এভারগ্রীণ কিন্ডার কেয়ার স্কুল প্রাঙ্গণে অণুষ্ঠিত হয় এ বার্ষিক ক্রীডা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব বলেন, শিক্ষক আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য সর্বোচ্চ ভূমিকাটা রাখে। অতএব শিক্ষকদের যদি সম্মান করেন তাহলে এই সম্মানের সুফলটা আপনিই পাবেন। আমরা বিশ্বাস করি শিক্ষকদের মধ্যে এবং অভিবাভকদের মধ্যে যদি সুন্দর সম্পর্ক গড়ে উঠে সে সমএর্ক যেন কোন অবনতি না হয়।বহিবিশ্বের সামাজিক অবস্থা আর আমাদের দেশের সামাজিক অবস্থা একরকম না।আমরা চাই আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তারা যেন জাতিকে এমন একটা পরিবেশে নিয়ে যেতে পারে যাতে আমারও মাথা ঊচু করে দাড়িয়ে বিশ্বের সর্বশেষ্ঠ জাতি হিসেবে নিজেদেরকে পরিচয় দিতে পারি সেই কামিয়াব যেন আমরা হই।
এভারগ্রীণ কিন্ডার কেয়ার স্কুলের পরিচালক মো: সূর আলম সিদ্দিকীর সভাপতিত্বে ও এভারগ্রীণ কিন্ডার কেয়ার স্কুলের প্রধান শিক্ষক মো:আজহার উদ্দিন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক মাশুকুল ইসলাম রাজিব।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাশিপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মঈনুল হোসেন রতন, সাধারন সম্পাদক আরিফ মন্ডল, এভারগ্রীণ কিন্ডার কেয়ার স্কুলের সভাপতি হাজী মো: সিরাজ মিয়া, সরকারি তোলারাম কলেজের ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক সাঈদুর রহমান।এছাড়াও আরও উপস্থিত ছিলেন, কামাল বেপারী, আবু বক্কর সিদ্দিক দুলাল, আরিফুল ইসলাম টিটু, কামরুল ইসলাম মুন্না, নাজমুল সহ প্রমূখ।#