শিরোনাম
মর্মান্তিক সড়ক দুর্ঘটনা / আড়াইহাজারে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী সহ নিহত ২ আহত ৫
শাহজাহান কবির – আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নারী সহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। বিকেলে উপজেলার বিশনন্দি ইউনিয়নের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়,মদনপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহি সিএনজিটি বিশনন্দি ফেরিঘাটের উদ্দেশ্যে যাচ্ছিল। পথেই তালতলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গ্যাস ভর্তি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। তবে নিহতের নাম ও পরিচয় পাওয়া যায়নি। আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতদের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। দুর্ঘটনা পর চালক ও হেলপার পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।#



