শিরোনাম
গণসংযোগ / ৫ আসনে মনোনয়ন প্রত্যাশী মাকসুদ হোসেনের গনসংযোগ করেছে সহধর্মিণী
বন্দর প্রতিবেদকঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি প্রার্থী আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেনের পক্ষে নির্বাচনী গনসংযোগ করেছে তারেই সহধর্মিণী ও সমাজ সেবিকা নার্গিস মাকসুদ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জের শান্তিনগর, পায়রা চত্বর ও লক্ষারচর দক্ষিনপাড়া এলাকায় তিনি এ গনসংযোগ করেন। গন সংযোগ কালে এমপি প্রার্থী সহধর্মিণী নার্গিস মাকসুদ ভোটারদের উদ্দেশ্য বলেন, আপনারা সৎ মানুষের পক্ষে থাকবেন।

ভালো মানুষকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে দেশ ও জনগনের সেবা করার সুযোগ করে দিবেন। আমি মাকসুদ সাহেবের জন্য আপনাদের কাছে দোয়া ও ভোট চাইতে এসেছি। আপনার মাকসুদ সাহেবের জন্য দোয়া করবেন।গনসংযোগ কালে ওই সময় উপস্থিত ছিলেন বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের এমপি প্রার্থী মাকসুদ হোসেনের কর্মী সমর্থকরা।#



