সম্পর্কটা মধুর হবে আমি জানি, কিন্তু কোথায় যেন বাধা || অপেক্ষায়…..সুমনা আক্তার
সম্পর্কটা মধুর হবে আমি জানি, কিন্তু কোথায় যেন বাধা।
অপেক্ষায় ।। সুমনা আক্তার
সম্পর্কটা মধুর হবে আমি জানি,কিন্তু কোথায় যেন বাধা।
রাস্তার জ্যামে যেমন হাজার হাজার গাড়ি দাঁড়িয়ে থাকে
তেমনি দাঁড়িয়ে আছি তুমি আর আমি অনন্তকাল।
আমাকে পাশ কাটিয়ে তীক্ষ্ণ হর্ন বাজিয়ে গাড়ি চলে যায়।
গাড়ির তীক্ষ্ণ শব্দে আমার কান স্তব্ধ হয়ে পড়ে,
তাই তোমার গলার স্বর আমার কানে এসে পৌঁছায় না;
আমি নির্বোধের মত দাঁড়িয়ে থাকি তোমার অপেক্ষায়।
সেদিন পত্রিকা খুলেই দেখলাম একটা লাশের ছবি। আমার ভেতরটা কেমন চমকে উঠলো, নিজেকে সামলে নিলাম। ছবিটা দেখতে অনেকটা তোমার মত।তোমাকে ফোন করবো ভেবে ফোনটা হাতে নিয়ে বাটন চাপতে গিয়ে আর ইচ্ছে করলো না। ফোনের বিকট শব্দে হয়তো তোমার ঘুম ভেঙ্গে যাবে, নয়তো তোমার গুরুত্বপূর্ণ কাজের ব্যাঘাত ঘটবে এই ভেবে।
চারপাশে এত শব্দ তবুও কোথাও তোমার গলার আওয়াজ শুনতে পাই না।
মাঝে মাঝে খুব মনে হয়, আমি অপেক্ষা নামক বিলাসিতায় ভুগছি।