শিরোনাম
দু’পক্ষের সংঘর্ষ | আওয়ামীলীগ অফিস ভাংচুর, আহত ১০
সোনারগাঁও প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দু’পক্ষের সংঘর্ষের হামলায় বাড়িঘর ভাচ্ঙুর,ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়, ভাংচুরের ঘটনা ঘটেছে। রাত সাড়ে ৮টায় উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ার চর গ্রামে এ ঘটনায় ঘটে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। জানা যায়, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও যুবদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রউফের সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। রাতে আব্দুল হালিমের সাথে আব্দুর রউফের ছোট ভাই জলিলের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা-কাটাকাটি এক পযার্য়ের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে বাড়িঘর ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে ভাংচ্ঙুরের ঘটনা ঘটে। এসময় কার্যালয়ে ভেতরে থাকা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি সহ আসবাবপত্র ভাংচুর করে বিএনপির কর্মীরা বলে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, পরিস্থিতি এখন শান্ত রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। #