শিরোনাম
খেলাকে কেন্দ্র করে হামলায় এক পরিবারের তিন জন আহত
বন্দর প্রতিবেদকঃ বন্দরে পুলাপানের খেলাকে কেন্দ্র করে এক পরিবারের মহিলাসহ তিন জনকে পিটিয়ে আহত করার অভিযোগ। ৩ ডিসেম্বর (শনিবার) বিকেলে দড়ি সোনাকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। এঘটনায় বন্দর থানায় কনিকা বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এব্যাপারে বাদি কনিকা বলেন, আমার বোনের ছেলে তামিম(১০) বিকেলে খেলার সময় কামাল মিয়ার ছেলে সিয়াম এর সাথে ঝগড়া লাগিলে কামাল হোসেন, হাছান ও জহুরা আমার ভাগিনা তামিমকে চড় থাপ্পুর ও কিলগুশি মারতে মারতে আমার বাড়ি নিয়ে আসে আমার মা রহিমা তার পতিবাদ করিলে তারা আমার মাকেও চড় থাপ্পুর ও কিলগুশি মারতে থাকে তখন আমার বাবা এগিয়ে গেলে তারা আমার বাবাকেও মারে। এবং আমার ভাগিনাকে মেড়ে ফেলবে বলে হুমকি দিয়ে চলে যায়। #