শিরোনাম
আর্জেন্টিনার জয়জয়কারে আনন্দের জোয়ারে ভাসছে সারা দেশ
হাসান উল রাকিব – নারায়ণগঞ্জের খবরঃ জয়জয়কার এ জয় বাংলাদেশী আর্জেন্টিনা সমর্থকদের। ম্যারাডোনার উত্তরসূরি লিওনেল মেসিদের দল আর্জেন্টিনার বিশ্বকাপ চ্যাম্পিয়নে আনন্দের জোয়ারে ভাসছে সারা দেশ। নারায়ণগঞ্জে সর্বস্তরে মেসিদের বিশ্ব ফুটবল চ্যাম্পিয়ন নিশ্চিত হওয়ার পর আনন্দ উল্লাস উন্মদনায় ফেটে পড়ে আর্জেন্টিনার সমর্থকরা। বিভিন্ন পাড়া মহলা প্রধান সড়ক, এমনকি ব্যাবসা প্রতিষ্ঠান, সংগঠন ক্লাব, বড় পর্দায় ফাইনাল খেলা দেখতে ভীর কমতি ছিলনা। আর্জেন্টিনা সমর্থক বন্ধু মহল শহরে দিগুবাবু বাজারে মোঃ রনির ব্যাবসা প্রতিষ্ঠানে এমনিই আনন্দে মেতে উঠে বন্ধুরা। দেওভোগ শেখ রাসেল নগর পার্ক সংলগ্ন দুটি স্পটে বড় পর্দায় খেলা প্রর্শন করা হয়। শহরে ফকিরটোলা মসজিদের বিপরিতে সনি র্যাংসের শো রুমে দুটি বড় টিভি দর্শকদের জন্য উন্মুক্ত করে দেখা প্রদর্শন করা হয়।
আর্জেটিনা সমর্থক মোঃ রনি তার অনূভুতির কথা জানিয়ে বলেন, আমাদের বাংলাদেশের আর্জেন্টিনা সরর্থকদের স্বপ্নপূরন করেছে মেসি। আমরা সার্থক, আজীবন আর্জেন্টিনাকে ভালবেসে যাব। বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের সকল খেলোয়ারদের অভিনন্দন জানাই।
আর্জেন্টিনার আরেক সমর্থক খালিদ হোসেন পলাশ জানিয়েছেন, আজ বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমাদের স্বপ্নপূরন করলো প্রিয় আর্জেন্টিনা দল। আমরা এমনটাই প্রত্যাশা করেছিলাম। শেষ পর্ষন্ত তাই হলো। অভিনন্দন আর্জেন্টিনাকে।
বিজয়ের আনন্দে আর্জেন্টিনার সমর্থক আবু হোসেন জানান, আজ আমরা অনেক খুশি। প্রিয় দল মেসির হাতে বিশ্বকাপ। এনকনি করে বার বার আমরা চ্যাম্পিয়ন হব। সারা বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকরা আজ বিশ্বে প্রশংসিত। আমাদের দেশের ভাবমূর্তি উজ্জল করেছে এ সমর্থকরা। আর্জেন্টিনা দল ও দেশের সকল আর্জেন্টিনা সরর্থকদের ধন্যবাদ। অনেক ভালবাসি প্রিয় দলকে।
বিশ্বকাপ জয়ের পর আনন্দে আত্তহারা আরেক আর্জেন্টিনা সমর্থক মাসুদুর রহমান জানান, অনেক খুশি লাগছে। দীর্ঘদিন পর একটি অসাধারন বিশ্বকাপ ফাইনাল খেলা উপভোগ করলাম। মেসি খেলার মাঠে যাদুর মত আটকে রাখে দর্শকদের । তার যে খেলার নৈপূর্ন কারুকার্য । আজ ফাইনাল খেলাও মেসি খেলায় যে দক্ষতা দেখালো। এটাই মেসি। বিশ্ব চ্যাম্পিয়নদের অভিনন্দন জানাই। #