নারায়ণগঞ্জ  শনিবার | ১৩ই ডিসেম্বর, ২০২৫ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ হেমন্তকাল | ২১শে জমাদিউস সানি, ১৪৪৭

শিরোনাম
  |   নির্বাচন আচরণবিধি মেনে মাসুদুজ্জামানের ব্যানার পোস্টার অপসারণ   |   বৃক্ষ মেলা পরিবেশবান্ধব ও সবুজ আন্দোলনকে এগিয়ে নিবে – মাসুদুজ্জামান মাসুদ    |   নতুন প্রজন্মের প্রত্যাশায় আগামীর নারায়ণগঞ্জ গড়তে চাই – মাসুদুজ্জামান মাসুদ   |   ‎‎স্ত্রীকে মারধর ও নির্যাতন করার অভিযোগে স্বামীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন    |   খালেদার জন্য দোয়া, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে দেশ চলবে – মোহাম্মদ আলী   |   পীরজাদা মারুফ সিরাজ শাহ’র জন্মদিনে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলার পুরস্কার বিতরণ   |   বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিদ্ধিরগঞ্জে যুবদলের দোয়া খাবার বিতরণ   |   ২৪ ঘন্টায়  সুমন খলিফা হত্যাকান্ডেররহস্য উন্মোচন স্ত্রীসহ ৬ আসামী গ্রেফতার      |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতার জন্য সকলের কাছে দোয়া চাইলেন – রনি   |   সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র আরোগ্য কামনায় বন্দর প্রেসক্লাবে দোয়া   |   ডেঙ্গুতে আক্রান্ত জাসান নেতা আনিসুল ইসলাম সানি সকলের দোয়া চেয়েছেন   |   বন্দরে গ্যাসের পাইপ সংস্কার দাবিতে  মানববন্ধন করে সড়ক অবরোধ   |   দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে মাসুদুজ্জামান   |   গণতন্ত্রের মা খালেদা জিয়া আজ অত্যন্ত সংকটাপন্ন সকলের দোয়া চাই – মাসুদুজ্জামান    |   বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আইনজীবী সমিতির দোয়া অনুষ্ঠিত   |   খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মহানগর বিএনপি’র কোরআন খতম ও দোয়া   |   আড়াইহাজারে থানা থেকে লুট হওয়া শটগান পরিত্যক্ত অবস্থায় ঝোপ থেকে উদ্ধার   |   বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় মাসুদুজ্জামানের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় দোয়া   |   জাসাস নেতা নুরু মিয়ার মৃত্যুতে আনিসুল ইসলাম সানি’র শোক   |   মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা আহ্বায়ক নূর আলম সদস্য স‌চিব লিংকন 
 প্রচ্ছদ   রাজনীতি   চার বছর কোথায় ছিলেন ?  | ভোট পেতে হোন্ডা বাহিনী চাইনা বলছেন – মেয়র আইভী
চার বছর কোথায় ছিলেন ?  | ভোট পেতে হোন্ডা বাহিনী চাইনা বলছেন – মেয়র আইভী
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: রবিবার, ৮ জানুয়ারি, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেদকঃ  নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী বলেছেন, নির্বাচন সামনে আসায় অনেকে অনেক কথা বলছেন। খান বাহিনী চাই না , হোন্ডা বাহিনী চাই না , অমুক বাহিনী চাই না বলছেন । এই চারবছর কী করলেন ? এই চার বছর কোথায় ছিলেন ? ত্রিশ বছর যাবৎ এই শহরকে জিম্মি করে রেখেছেন? এখন নির্বাচনে ভোট পাওয়ার আশায় আপনাদের টনক নড়েছে। তাই এসব কথা বলছেন।  ৭ জানুয়ারি শনিবার সন্ধ্যায় নগরীর আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনে একটি সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মেয়র আইভী এসব কথা বলেন ।
তিনি আরো বলেন, আমরা তো নারায়ণগঞ্জে প্রজা । রাজার রাজত্ব আমরা মেনে নিয়েছি । আমরা নীরিহ প্রজা মাঝে মাঝে মাথা চাড়া দিয়ে উঠি , দুয়েকটা কথা বলার চেষ্টা করি । যেমন এইখানে দুয়েকজন বলে গেলেন । দুঃখ , কষ্ট যখন বিশাল আকারে হয়ে যায় তখন প্রতিবাদস্বরূপ কিছু বলে ফেলি । নাহলে আপনাদের কর্তৃত্ব আর নেতৃত্ব মেনে নিয়েই নারায়ণগঞ্জের মানুষ চলছে । ‘
তিনি আরও বলেন , ‘ ভবিষ্যতে নারায়ণগঞ্জের রাজধানী কুমিল্লা হয়ে যায় কিনা জানি না । নামও পরিবর্তন হয়ে যেতে পারে । নারায়ণগঞ্জের নাম পরিবর্তন করে ওসমান নগরী হলে বোধহয় বেশি ভালো হতো । এইযে এত অত্যাচার , অবিচার , অন্যায়ের বিরুদ্ধে নারায়ণগঞ্জবাসীই রুখে দাঁড়িয়েছে । কারণ দীর্ঘদিন যখন রাজা অত্যাচারী হয়ে উঠে তখন প্রজারাও শক্তিশালী হয়ে ওঠে । প্রজারা যে নারায়ণগঞ্জে শক্তিশালী হয়ে উঠেছে তা দেখেছেন ।  হকার ইস্যুতে সংঘাত প্রসঙ্গ টেনে তিনি বলেন , ‘ নারায়ণগঞ্জের নগরী হকারের নগরী । ২০১৮ সালের ১৬ জানুয়ারির কথা মনে আছে নিশ্চয়ই । সেদিন অনেকেই আহত হয়েছিলেন । সেদিন গুলি করা হয়েছিল , সেদিন আমার মৃত্যু হতে পারতো । আমার কিছু অকুতভয় কর্মী মানবঢাল তৈরি করে আমাকে বাঁচিয়েছিল ।
এই ঘটনায় পুলিশ রিপোর্ট দিয়েছে , অস্ত্রধারী শাহ্ নিজামের অস্ত্র দেখেছে কিন্তু অস্ত্রটি লাইসেন্স করা , আপাতত ওনাকে পাওয়া গেল না বিধায় , ওনার সাক্ষাৎকার নেওয়া গেল না বিধায় , ওনাকে অস্ত্র মামলা থেকে খালাস দেওয়া হলো । এই রিপোর্ট দিয়েছে গত তিনদিন আগে । আমরা এই রিপোর্টের বিরুদ্ধে আদালতে নারাজি দেবো । আমরা দুই বছর ঘুরেছি , মামলা নেয় নাই । পরে হাইকোর্টের থেকে আদেশ নিয়ে মামলা করেছি । ‘
আইভী বলেন , ‘ নারায়ণগঞ্জ শহর ঐতিহ্যবাহী শহর । সোনারগাঁয়ে ছিল বাংলার রাজধানী । পাটের জন্য বিখ্যাত ছিলাম । ইতিহাস , ঐতিহ্য , সংস্কৃতি , লেখাপড়া , খেলাধুলায় নারায়ণগঞ্জ এগিয়ে ছিল । বিগত ত্রিশ – চল্লিশ বছর যাবৎ আমাদের পরিচয় আমরা সন্ত্রাসের নগরী । এই পরিচয়ে পরিচিত হতে চাই না । আমরা আমাদের জামদানি , পাট , বিসিক নগরীর জন্য বিখ্যাত । ব্রিটিশ বিরোধী আন্দোলন , ছয় দফার আন্দোলন এই নারায়ণগঞ্জ থেকে হয়েছে । এই জেলায় প্রথম মিটিং হয় আওয়ামী লীগের । এইসব ঐতিহ্য আমরা এগিয়ে নিতে চাই । সিটি মেয়র বলেন , ‘ আমরা আমাদের নিজস্বতা নিয়ে এগিয়ে যেতে চাই । আমরা কোন রাজার রাজত্ব মেনে নেবো না । একসাথে অনেক কিছু করতে পারবেন , অনেক নাম কামাতে পারেন কিন্তু আপনাদের রাজত্ব আমরা মেনে নেইনি , নেবোও না । ‘
ব্যবসায়ীদের ভয় না পাওয়ারও আহ্বান জানান তিনি সাপ্তাহিক ‘ বিষের বাঁশী ‘ পত্রিকার ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পত্রিকাটির সম্পাদক সুভাষ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী ( বীর প্রতীক ) । আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা . সেলিনা হায়াৎ আইভী , ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন অর রশীদ , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি ও সাংবাদিক হালিম আজাদ , মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম , নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড . ফজলুল হক রুমন রেজা , দৈনিক যুগের চিন্তা পত্রিকার সম্পাদক মোরসালিন বাবলা , নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাফিজ আশরাফ , মডেল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো . মাসুদুজ্জামান প্রমুখ। #

গাছ লাগান পরিবেশ বাচাঁন, যোগাযোগ ভাই ভাই নার্সারী মোবাইল – ০১৭১২২৫৬৫৯১

এ সম্পর্কিত আরো খবর...