ওরিয়ন ইনফুশন লিমিটেডে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
নিজাম উদ্দিন আহমেদ – রূপগঞ্জ প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলি ওরিয়ন ইনফুসন লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৭ ই এপ্রিল সোমবার সাড়ে বারোটার দিকে ওরিয়ন ইনফুশন লিমিটেডের দ্বিতীয় তলায় অগ্নিকান্ডের ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ডেমরা ফায়ার সার্ভিসের দমকল বাহিনীর দুইটি ইউনিট।
ঘটনাস্থলে গেলে জানা যায় ওরিয়ন ইনফুসন লিমিটেডের দ্বিতীয় তলায় কাজ করার সময় ভিতরে থাকা ৪জন শ্রমিক গুরুতর আহত হয়। পরে তাদের কে উদ্ধার করে স্থানীয় ইউএস বাংলা হসপিটালে ভর্তি করা হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় ওরিয়ন ইনফুসন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এইচ বি পি বিনয় কৃষ্ণ বাড়ই জানান, আমাদের ফ্যাক্টরি দ্বিতীয় তলায় ডেক্সটো প্যাক10, ডেক্সটো ছাল, ডেক্সটো ছাল বেবি, সেল প্যাক, ডায়নাক, হার্ডম্যান, ডেক্সটো লাক, মেনি সল ইত্যাদি মোট ৩৬ টি প্রোডাক্ট তৈরি হয় আমাদের এই ওরিয়ন ইনফুশন লিমিটেড ফ্যাক্টরিতে।
এই অগ্নিকাণ্ডের বিষয়ে ডেমরা ফায়ার সার্ভিসের ইনচার্জ ওসমান গনি জানান, আমরা আগুন লাগার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং টানা ২ঘন্টা ৩০ মিনিট চেষ্টার পরে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে আমারা প্রাথমিকভাবে মনে করছি আগুন লাগার সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। কিন্তু এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। #