শিরোনাম
সাবেক প্রধানমন্ত্রী (পিটিআই) দল প্রধান ইমরান খানের জামিন মঞ্জুর
নারায়ণগঞ্জের খবর ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে দুই সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছেন হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ আদালত। শুক্রবার ১২ মে ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ইমরান খানের এই জামিন আদেশ দেন। এনডিটিভির খবরের তথ্য এ বিষয়টি জানা গেছে।
প্রধান বিচারপতির গঠন করে দেয়া ইসলামাবাদ হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেব ও বিচারপতি সামান রাফাত ইমতিয়াজ শুনানী শেষে এ আদেশ দেন।
মঙ্গলবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে আধাসামরিক বাহিনী র্যাঞ্জার্সের সহযোগিতা নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে গ্রেফতার করে দুর্নীতিবিরোধী টাস্কফোর্স এনএবি।
এদিন একাধিক মামলায় ইসলামাবাদ হাইকোর্টে জামিন নিতে গিয়েছিলেন ইমরান খান। এ প্রতিবাদে দেশটিতে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতাকর্মী ও দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়লে হতাহতের ঘটনা ঘটে। #