আড়াইহাজারে ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালিবাড়ী বাজার এলাকায় বাজারের পার্শ্ববর্তী ডোবা থেকে নৈশপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লোক মারফত সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। নিহত মকবুল হোসেন (৫০) উপজেলার ধন্দী গ্রামের তাইজুদ্দিনের ছেলে বলে জানা গেছে।
নিহতের স্ত্রী রেনু বেগম জানান, মকবুল তার শ্বশুরবাড়ি উপজেলার বড় বিনাইরচর গ্রামে স্বপরিবারে বসবাস করতেন এবং পার্শ্ববর্তী কালিবাড়ী বাজারের নৈশপ্রহরী পদে কাজ করতেন । বৃহষ্পতিবার রাতে মকবুল ডিউটির কথা বলে বাড়ী থেকে বের হবার পর শুক্রবার সকালে রেনু বেগম লোক মারফত জানতে পারেন যে, তার স্বামীর লাশ বাজারের পাশ্ববর্তী ডোবায় পড়ে আছে।
সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তার স্বামীর লাশ সনাক্ত করেন এবং থানায় সংবাদ দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।আড়াইহাজার থানার এস আই আব্দুর রহিম জানান, ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে। সহকর্মীদের সাথে কোন বিষয় নিয়ে মকবুলের কোন দ্ব›দ্ব হয়েছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আপাতত একটি ইউডি মামলা নেয়া হচ্ছে। #