শিরোনাম
নিখোঁজের ২ দিন পর বন্দরে ডুবা থেকে লাশ উদ্ধার
বন্দর প্রতিবেদকঃ নিখোঁজের দুই দিন পর বন্দরে বাড়ি সামনে ডুবা থেকে আবু বক্কর (২১) নামে এক ওর্য়াকশপ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় বন্দর কলাবাগস্থ পুকুর থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহত আবু বক্কর বন্দর কলাবাগ এলাকার হারুন অর রশীদ মিয়ার ছেলে বলে জানাগেছে। এর আগে গত শনিবার (১৭ জুন) সকালে বন্দর কলাবাগস্থ নিজ বাড়ি থেকে কাজের উদ্দেশ্যে বের হয়ে ওই যুবক নিখোঁজ হয়। এ ব্যাপারে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে লাশ উদ্ধারকারি কর্মকর্তা বন্দর থানার এসআই আহাদুজ্জামান গনমাধ্যমকে জানায়, গত শনিবার সকালে আবু বক্কর কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। অনেক স্থানে খোঁজাখুজি করে নিখোঁজের কোন সন্ধান পায়নি তার পরিবার। রোববার সকাল ৮টায় বন্দর কলাবাগ এলাকাবাসী পুকুরে লাশ ভাসতে দেখে বন্দর থানা পুলিশে সংবাদ জানায়।
এলাকাবাসী সংবাদের প্রেক্ষিতে দ্রæত ঘটনাস্থলে এসে মৃতদেহটি সুরুতহাল রির্পোট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করি। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে মৃত্যুর কারন জানা যাবে। #