আড়াইহাজারে রব হত্যা মামলার বাদীকে ফাঁসাতে পাল্টা মামলা
আড়াইহাজার প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের আড়াইহাজারে রব হত্যা মামলায় আপস মীমাংসা না হওয়ায় বাদী ও তার স্বজনদের বিরুদ্ধে পাল্টা মামলা দায়ের করেছে বিবাদী পক্ষ।জানা যায় ৯ বছর পূর্বে, পূর্ব শত্রুতার জেরে উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের জব্বর আলীর ছেলে রব মিয়াকে শট গান দিয়ে গুলি করে কদমীর চর গ্রামের শহীদের ছেলে শাহজালাল।
স্বজনরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতলে ১৬ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লরে ২০১৪ সালের ২৪ ডিসেম্বর রব মিয়া মারা যান। এ ঘটনায় রব মিয়ার চাচা আম্বর আলী বাদী হয়ে থানা একটি হত্যা মামলা দায়ের করেন মামলা নং ৫(১২)১৪ ইং। এ মামলার প্রধান আসামি শাহজালাল ৯ বছর পালাতক থাকার পর ১৮ জুন গ্ৰেফতার হয়ে জেল হাজতে আছেন।
আসামিপক্ষ কয়েকবার বাদীকে আপস মীমাংসার প্রস্তাব দেন তাদের প্রস্তাব বাদী আম্বর আলী নাকচ করে দেন। এতে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ২০১৫ সালের ১৪মে রাত ২ টায় কালাপাহাড়িয়া ইউনিয়নের কদমীর চর গ্রামের রহমতুল্লাহর ছেলে আমানুল্লাহ মেঘনা নদীতে ড্রেজারের পাইপের সাথে স্পিড বোটের ধাক্কা লেগে আমান মাথায় আঘাত প্রাপ্ত হয়ে পানিতে পড়ে মারা যান। এ ঘটনায় তৎকালীন কালাপাহাড়িয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর রহমান বাদী হয়ে স্পিড বোর্ডের চালক শরিফুলকে একমাত্র আসামি করে একটি মামলা দায়ের করেন।
এ মামলা দায়েরের ৯ বছর পর রব হত্যা মামলার আসামি শাহজালালের পিতা শহিদ রব হত্যা মামলার বাদী আম্বর আলী ও তার স্বজনদের ফাঁসানোর জন্য নারায়ণগঞ্জ কোর্টে ১৭৭/২০২৩ পিটিশন মামলাটি দায়ের করেন। ২ আগষ্ট রব হত্যা মামলার বাদীর সাক্ষ্যগ্রহণ হয়েছে অন্যান্য সাক্ষীগণ যাতে সাক্ষী না দেন এবং মামলাটি তুলে নেওয়ার জন্য আসামি শাহজালালের বড় ভাই ছাত্তার ও তার লোকজন প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছেন। এ বিষয়েও বাদী আম্বর আলী আড়াইহাজার থানায় একটি সাধারণ ডায়েরি করেন। জিডি নং ২৮ তারিখ ১/০৭/২৩ রব হত্যা মামলার বাদী আম্বর আলী বলেন আমাকে ও আমার স্বজনদের ফাঁসানোর জন্য বিবাদী পক্ষ ৩ আগষ্ট নারায়ণগঞ্জ কোর্টৈ একটি সাজানো ও মিথ্যা পিটিশন মামলা দায়ের করেছেন। আড়াইহাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান এমন কোন মামলা আমি পাইনি। #