নারায়ণগঞ্জ  শনিবার | ৪ঠা জানুয়ারি, ২০২৫ | ২০শে পৌষ, ১৪৩১ শীতকাল | ৩রা রজব, ১৪৪৬

শিরোনাম
  |   আজমীরী গলিতে ঐতিহ্যবাহি সাত দিনব্যাপি খাঁজা মঈনুদ্দিন চিশতী (রহ:) ৭০ তম ওরশ শুরু   |   ফতুল্লায় ফিজাকে হত্যা করে স্বামী মুন্না পরিবার নিয়ে পালিয়েছে    |   প্রবীণ সাংবাদিক তোফাজ্জল হোসেনের মৃত্যুতে এনইউজের গভীর শোক প্রকাশ    |   দৈনিক ইয়াদ পত্রিকার সম্পাদক তোফাজ্জল হোসেনের  ইন্তেকাল   |   আড়াইহাজারে ৩১ দফা প্রতিশ্রুতি সম্বলিত লিফলেট বিতরণ করলেন পারভিন   |   নারায়ণগঞ্জ অফিসার্স ফোরামের সাধারণ সভা ও বনভোজন অনুষ্ঠিত   |   ৩১ দফা লিফলেট বিতরণ কালে মুকুল বলেন ফ্যাসিস্ট সরকার এ দেশকে ধ্বংস করে দিয়েছে   |   ফ্রাঞ্চাইজ ফুটবলে দেশসেরা নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটরস   |   জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসমাবেশ অনুষ্ঠিত   |   কেন্দ্রীয় কমিটির সাথে বিপিজেএ না.গঞ্জ শাখার নবনির্বাচিত কমিটির সাক্ষাৎ   |   জাসাসের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেককাটা সহ নানা কর্মসূচী পালন করলো জিকো খান   |   শীতলক্ষ্যায় অনির্দিষ্টকালের জন্য নৌযান কর্মবিরতি, পণ্যপরিবহন বন্ধ   |   সিদ্ধিরগঞ্জে বিএনপির কর্মসূচীতে হামলা গ্রেপ্তার দাবিতে মানববন্ধন   |   বন্দরে পিকআপ ভ্যান সহ নগদ টাকা ছিনতাই আটক -১    |   বন্দরে নাট্যকার ও বীরমুক্তিযোদ্ধা আব্দুল হাই দূর্বার আর নেই   |   বাংলাবাজারে জাকের পার্টির মিশন সভা ও জলছা মাহফিল অনুষ্ঠিত   |   আড়াইহাজার বাজারে হাত-পা বেঁধে ৪ দোকানে ডাকাতি   |   নারায়ণগঞ্জ ক্লাব নির্বাচনে জয়ি হওয়ায় ভোটারদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন হৃদয়    |   ১২ মামলার আসামী সালামের চেয়ারম্যানের ডান হাত সন্ত্রাসী সোহেল বাহিনী বেপরোয়া    |   নিহত মেধারী শিক্ষার্থী ওয়াজেদ সিমান্ত হত্যার বিচার কার্যকর ও নিরাপত্তার দাবিতে মানববন্ধন
 প্রচ্ছদ   রাজনীতি   গণতন্ত্রের জন্য দেশের জন্ম হয়েছিল তা হরণ করে নিয়েছে সরকার – ড. মঈন খান
গণতন্ত্রের জন্য দেশের জন্ম হয়েছিল তা হরণ করে নিয়েছে সরকার – ড. মঈন খান
  রাজনীতি || নারায়ণগঞ্জেরখবর.কম
প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
নারায়ণগঞ্জের খবর প্রতিবেকঃ  বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান বলেছেন, গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্ম হয়েছিল। এ গণতন্ত্রকে হরণ করে নিয়েছে সরকার। আমাদের নেতাকর্মীদের আত্মত্যাগ বৃথা যেতে দেবো না। আমাদের দায়িত্ব দেশের গণতন্ত্র উদ্ধার করা। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে বলেও অভিযোগ করেন তিনি।
বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ফতুল্লার ভূঁইগড় এলাকায় আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন ড. মঈন খান। বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ভূঁইগড় এলাকার পাসপোর্ট অফিস সংলগ্ন জায়গায় এ সমাবেশের আয়োজন করা হয়।
সরকারের সমালোচনা করে মঈন খান আরও বলেন, ‘সরকার দেশের গণতন্ত্রকে হরণ করে বাকশাল কায়েম করেছিল। তারা মুক্তিযুদ্ধের শক্তি হতে পারে না। বিশ্বের কাছেও সরকারের মুখোশ খুলে গেছে। সরকার মেগা উন্নয়নের নামে মেগা চুরি করছে। বাংলাদেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি মানুষের ক্ষমতার জন্য। আমরা মানুষের সেবা করতে চাই। আওয়ামী লীগ রাজনীতি করে নিজেরা ক্ষমতায় আসার জন্য। আওয়ামী লীগ যদি উন্নয়ন করে থাকে তাহলে দিনের ভোট কেন রাতে করে? তারা কেন সুষ্ঠু ভোটে ভয় পায়।’
তিনি আরও বলেন,আপনাদের ফতুল্লা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু পুলিশের গুলিতে চোখ হারিয়েছেন। বিএনপির কত নেতাকর্মী জীবন দিয়েছে।
এ স্বৈরাচারী সরকার দীর্ঘ ১৫ বছর ধরে দেশ চালাচ্ছে। তারা দাবি- তারা নাকি স্বাধীনতার পক্ষের শক্তি। যে সরকার গণতন্ত্র হরণ করে আজ অলিখিত বাকশাক কায়েম করেছে। এ সরকার কোনো দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে পারে না। এ সত্য আজ শুধু বাংলাদেশের ভেতরে নয়, বাংলাদেশের বাইরের মুক্তিকামী বিশ্বের প্রতিটি মানুষ এটা টের পেয়ে গেছে।
দ্রব্যমূল্যে মানুষের নাভিশ্বাস উল্লেখ করে তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে আজ মানুষের নাভিশ্বাস উঠে গেছে। রিজার্ভ এত দ্রæত কেন কমল তার জবাব এ সরকারকে দিতে হবে। যারা সুশাসনে বিশ্বাস করে তারা এদের বিরুদ্ধে। রিজার্ভ খালি করে ওরা আইএমএফের কাছে যোতে বাধ্য হয়েছে। অর্থনীতিকে তারা ধ্বংস করে দিয়েছে। এর জন্য সবচেয়ে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষ।
‘মুক্তিযুদ্ধের সময় আমরা বলতাম- পাকিস্তান ২২টি ধনী পরিবার সৃষ্টি করেছে। আমরা এর প্রতিবাদ করেছিলাম। এই সালামরা মুক্তিযুদ্ধে গিয়েছিল গণতান্ত্রিক ও অর্থনৈতিক অধিকার রক্ষা করার জন্য। আওয়ামী লীগ একই কায়দায় কতগুলো পরিবার সৃষ্টি করেছে যারা মানুষের সম্পদ বিদেশে পাচার করে দিচ্ছে।’
তিনি বলেন, আওয়ামী লীগ বলে বিএনপি জন্ম নাকি ক্যাটনমেন্টে। আমরা বলতে চাই- বিএনপির জন্ম ক্যান্টনমেন্টে হয়নি, আওয়ামী লীগের জন্ম তো ক্যান্টনমেন্টে হয়নি। সে ব্যাপারে আমি কথা বলব না বললে তারা লজ্জা পাবে। আওয়ামী লীগের জন্ম তো গণতান্ত্রিকভাবে হয়েছিল। কেন তারা স্বাধীনতার দুই তিন বছরের মাথায় বাকশাল কায়েম করেছিল। বিএনপি গণতন্ত্র হরণ করেনি, উল্টো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র জনগণের কাছে ফিরিয়ে দিয়েছিলেন।
মঈন খান বলেন, ডাক্তাররা বলেছেন- বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে হবে। সরকার মানবাধিকার ক্ষুন্ন করে তাকে আটকে রেখেছে। এর জবাব আওয়ামী লীগকে দিতে হবে।
তিনি বলেন, আমরা আন্দোলন করছি ক্ষমতার জন্য নয়। আমরা আন্দোলন করছি মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকারের জন্য। আমরা একটি সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন করছি। আওয়ামী লীগ ভালো কাজ করে থাকলে মানুষ তো তাদের ভোট দেবেই। স্পষ্ট করে বলতে চাই। আওয়ামী লীগ যদি মানুষের ইচ্ছার প্রতি শ্রদ্ধা করে তাহলে আমরা ইতোমধ্যে দেখিয়ে দিয়েছি মানুষ আওয়ামী লীগকে ঘৃণা করে। আওয়ামী লীগ চলে যাক। তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আওয়ামী লীগ সে নির্বাচনে বিজয়ী হলে আমিও তাদের অভিনন্দন জানাব। কিন্তু ওরা জানে- ওরা কত অপকর্ম করেছে। তাই ওরা সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।
জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান, সহ-আন্তর্জাতিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন প্রমুখ। #

নার্সারীতে সফলতা পেয়ে নার্সারী নুরুল ইসলাম সাত বার অর্জন করেছেন জেলা প্রশাসনের সম্মাননা পদক

ফেইসবুকে আমরা

এ সম্পর্কিত আরো খবর...

error: Content is protected !!
error: Content is protected !!