আড়াইহাজারে স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে পিটিয়ে আহত করল যুবদল নেতা
আড়াইহাজার প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে। ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতিকে পিটিয়ে গুরুতর আহত করল যুবদল নেতা ও তার অনুসারীরা। বুধবার সন্ধ্যায় উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। এ বিষয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহিনের স্ত্রী রাবেয়া বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায় বুধবার সন্ধ্যায় সাতগ্রাম ইউনিয়নের ৫ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহিন এর সাথে টেকপাড়া গ্রামের যুবদল নেতা কুদ্দুস, মোতাহার ,সাজোয়ারের সাথে দলীয় বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই এলাকার পনিরের টেক্সটাইম মিলের সামনে যুবদল নেতার অনুসারীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে নিয়ে শাহীনকে পিটিয়ে গুরুতর আহত করে।
তার ডাক চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হতে থাকলে যুবদল নেতারা ঘটনাস্থল ত্যাগ করেন। এ সময় স্থানীয় লোকজন শাহীনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করেন। এ ব্যাপারে আড়াই হাজার থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে। #